আমাদের কথা খুঁজে নিন

   

ডিজনীল্যান্ড এখন ময়মনসিংহে

আমি খুব সাধারণ

টাসকি লাগলাম। অহন থাইকা ডিজনীল্যান্ড দেকবার লাইগ্যা আমৃকা, ফ্রান্স বা জাপান যাওনের দরকার নাই। আপনারা সরাসরি আমরার ময়মনসিংহে আইয়্যা পড়েন। ওইসব দেশে যাইতে বহুত পয়সার দরকার, আবার পয়সা থাকলেই যে যাইবার পারবেন সেই গ্যারান্টি নাই কারণ ভিসা না পাওনের চান্স ৯৯.৯%। শহরের গাঙ্গিনারপাড়ে অবস্হিত বারী প্লাজায় "টোকিও ডিজনীল্যান্ড"-এর উদ্বোধন হইয়াছে বেশ কিছুদিন।

এ উপলক্ষে শহরব্যাপী বহুত ফালতু ব্যানার টাংগানো হইছিলো। ভ্যাপক ছাড়ের কথা উল্লেখ আছিলো। ত্য় কিসের ছাড় ছিলো তা একটু পরে কইতাছি। কেউ যদি মনে করেন যে ময়মনসিংহস্হ ডিজনীল্যান্ড গিয়া মিকি-মাউসের মনুষ্যসম পুতুল বা আরব্য রজনীর রূপকথার আলেখ্য দেখবেন, তাইলে ভুল করতাছেন। কারণ এই ডিজনীল্যান্ড সেই ডিজনীল্যান্ড না এইখানে বিক্রি হয় জামা-কাপড়, শার্ট-প্যান্ট (খেক্‌ খেক্‌)।

কিছুদিন আগে গেছিলাম ঐ দোকানে। নামকরণের সার্থকতা জানতে। শুনলাম ঐ দোকানের মালিক নাকি জাপান আছিলো ম্যালা দিন। জাপান থাইকা আমরা তো কত কিছুই আমদানি করি, তয় উনি "টোকিও ডিজনীল্যান্ড" নামটা আমদানি করছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.