শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
বরশী ফেলে প্রেম যমুনায়,
হয়ে আজ প্রেম শিকারী,
ধরব আজ প্রেম কুমারী,
নেব আজ মনটা কারি,
পারবে না দিতে আরী,
নিয়ে যাব আমার বাড়ি,
বলতে হবে আজ আমারি।
ধরব তোমায়,কাটব আমি,
কাঁদবে তুমি,হাসব আমি,
তোমার চেয়ে চালাক বটে,
তোমায় আজ বেঁচব হাঁটে,
কিনবে তোমায় এক জোটে,
টাকা নাই যার পকেটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।