আমাদের কথা খুঁজে নিন

   

কুইনছেন দেহি : এই রোজাতে কোন টুপি হিট করবো?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[রোজা চলে আসছে খুব সহসাই; রোজার মাসে সৃষ্ট পারিপার্শ্বিকতার কারণেই হোক, আর উপোসে থেকে খিদের জ্বালায় খোদাকে বেশী করে মনে পড়ার কারণেই হোক, এ মাসে একটু বেশীই ধর্মপালন করা হয় বলেই আমার ধারনা। আবার ধর্মপালন হোক বা না হোক, য়জামা-পাঞ্জাবী, ফিটফাট টুপি, আতর-তসবীহ, "সঠিক উপায়ে নামাজ শিক্ষা"-বই -- এসবের বিক্রী অনেক বেড়ে যায়।] [আজকের কুইজটা বেশ সহজ, আবার অনেক ধাঁধাবিদ একে পৃথিবীর সবচেয়ে কঠিন কুইজ বলেও মনে করেন] [শিরোনামের সাথে মূল কুইজের কোন মিল নেই] ***************************************************************** এক লোক রোজার মাসে এক টুপির দোকানে গেছে টুপি কিনতে। দোকানে দুই ধরনের টুপি আছে। একটা ধরন হলো টুপিতে সূতোর জ করা (বাঁয়ের ছবি), আরেকটি হলো সাধারন টুপি (ডানের ছবি)। কাজ করা টুপির দাম ১০০ টাকা, সাধারণ টুপির দাম ৮০ টাকা। লোকটা দোকানীকে গিয়ে একশো টাকা দিয়ে বলল, "ভাই একটা টুপি দেনতো!" দোকানী কিছু না জিজ্ঞেস করেই লোকটাকে একটা টুপি দিয়ে দিলো। আপনাকে বলতে হবে দোকানী কোন টুপিটা দিয়েছিলো, এবং কেনো? একটা হিন্টস: ক্রেতা আগে দেখেই জানে কোন টুপিটার দাম কতো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.