আমার ব্যক্তিগত ব্লগ
উইনডো শপিং বলতে কি বুঝেন? ঢাকা শহরে (হয়তো বাংলাদেশের সব শহরেই) আক্ষরিক অর্থেই উইনডো শপিং হয়। বুঝলেন না?
সারাদিনই ফেরিওয়ালারা মহল্লার ওলিগলিতে নানা জিনিস পত্র ফেরি করে বেড়ায়। বাড়ির মহিলারা (বিশেষ করে) এই সুবিধা নিয়ে থাকেন। কাঁচা বাজার থেকে শুরু করে আরো নানা কেনাকাটা তারা ঘরে বসেই জানালা দিয়ে কেনাকাটা করে থাকেন। ২তলা হতে এই শুরু হয় এই উইনডো শপিং। বাড়ির মহিলারা জানালা দিয়ে ঝুড়ি নিচে ফেলেন। ফেরি ওয়ালা জিনিস মেপে ঝুড়িতে ভরে দেন, সেটা টেনে তুলে টাকা নিচে ফেলা হয়। হয়ে গেল উইনডো শপিং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।