আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধস্ফুট গোলাপের জন্য

একান্তই নিজের কিছু হাবিজাবি চিন্তাভাবনা ।।।

অনেকদিন ধরে এখানে লেখা দেওয়া হয়নি তাই ভাবলাম এই কবিতাটি দিয়ে দেই, আমার ব্যক্তিগত ব্লগে এই কবিতাটি হয়তো আপনাদের কেউ কেউ ইতোমধ্যে পড়ে ফেলেছেন। ----------------------------------------------------- প্রস্ফুটিত গোলাপ মনে করিয়ে দেয় তোমার কথা যার রঙ সবে দেখা দিয়েছে মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস যার সকল কিশলয় অর্ধফোটা। আগামীর উৎকর্ষ তোমার পথে পথে জ্বালাবে ভালবাসার দীপশিখা, বিচরণ হবে তোমার ঐ মহাকাশে সমুদ্রের প্রান্তে-প্রান্তরে ভালবাসার স্রোতে ভেসে। সাত রাজার গুপ্তধন খুঁজে বের করার মত আবিষ্কার করছি তোমাকে তোমার সৌন্দর্য অপরিমেয় তুমি হে অর্ধস্ফুট গোলাপ কন্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.