আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
উপ মহাদেশের জনপ্রিয় সুর যন্ত্র সানাইকে বিয়ের আসর হতে বিশ্ব উচ্চাঙ্গ সংগীতের দরবারে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি বানারসের ওস্তাদ বিসমিল্লাহ খাঁ । সানাই বাদক হিসেবে তিনি যেমন ছিলেন অতুলনীয় মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। তিনি আমৃত্যু যৌথ পরিবারে ছিলেন যার সদস্য সংখ্যা ছিল ১০০-র উপরে। এত বিশাল পরিবারের ভরণ পোষনের জন্য তিনি নিদারুন কষ্ঠ করেছেন।
অসম্ভব দেশ প্রেমিক এই সুর সম্রাটের সরাসরি কনসার্ট দেখার সৌভাগ্য আমার হয়েছিল উনার মৃত্যুর কয়েক বছর আগে ঢাকায়। এ এক স্বর্গীয় অনুভুতি। সানাই বাদক হিসেবে যেমন অসাধারণ কথাও বলতেন তেমন চমৎকার। আজ এই মহান সংগীত সাধকের মৃতু্বার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সৃষ্ঠ সানাইয়ের জাদু এখনো আন্দোলিত করে কোটি মানুষের হৃদয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।