বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
মন ভাল নেই বলো না কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখ কেউ কাছে নেই তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়
কে বলো কে, দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে
কে বলো কে, দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়
হাওয়াতে এলো চুল, মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে
হাওয়াতে এলো চুল, মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়
গানের লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।