© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
যেকোন সাইটের জন্য সামহোয়্যারইনের ভাসমান ফোনেটিক কিবোর্ড -টি প্রায় অনেকেই পছন্দ করেছেন। সামহোয়্যারইনকে এই সুবিধা দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাতে হয়। কিন্তু সামহোয়্যারইনের কিবোর্ডটিতে সবগুলো কিলেআউট নেই যার অভাব অনেকেই অনুভব করছেন। এই অভাব পুরন করার জন্যই এই ছোট প্রয়াস।
বেশ কিছুদিন আগে ব্লগারদের একটি অফলাইন বাংলা প্যাড বানিয়ে দিয়েছিলাম যা অনেকেই পছন্দ করেছিলেন।
সেই লেআউটটিকেই একটু মডিফাই করে ভাসমান একটি কিবোর্ড বানিয়ে দিলাম...
এতে যেসব ফিচার থাকছে:
- ফোনেটিক লেআউট
- ইউনিজয় লেআউট
- প্রভাত লেআউট
- ইংরেজী লেআউট
- ভার্চুয়াল কিবোর্ড
লিংক: এই লিংকে গিয়ে উপরে মাউসের ডান বাটন ক্লিক করে বুকমার্ক/ফেবারিট করে নিন ।
ওয়েবমাস্টারদের জন্য একটি বাটন যুক্ত করা হয়েছে।
আপনি চাইলে আপনার সাইটের এটি যুক্ত করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন...
টুলটি পরিক্ষামূলক ভাবে প্রকাশ করা হলো... এর আরো উন্নয়ন করা হচ্ছে.. আপনার যেকোন মতামতকে স্বাগতম জানানো হবে।
---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।