আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় প্রথম পছন্দ কি আনন্দ,আহা কি ছোঁয়া জানি শিহরণ ছিলনা স্পর্শের মায়া তাই কি আর ভুলা যায়,যায় ভুলা শেষ নিঃশ্বাসে যেন রয়ে যায়। পাগলা মনে উড়ছে বাউল ধোঁয়া কোন সে গাঁ শহরের হাওয়া, কিছুতেই মন জুরে না,বসন্তে হয়না দেখা শুধু ফাগ্লুনে ঝরে যায় নীল বেদনা। দু’আঙ্গুলে কলকি টানা দিলে উপহার যমুনায় ঢেউ তুলা স্মৃতির জোয়ার, আবাক দৃষ্টিরপাতে এখন উড়ছে দেখ ভিন্ন কাপড়ে মোড়ানো বাউল ধোঁয়া গন্ধ নেই তাতে নিশায় নিশায় পুড়া, কষ্টিপাথরের হস্ত ছোঁয়া যেন এ জনমে যাই বলো শ্রেষ্ঠ পাওয়া,বাউল ধোঁয়া। লেখার তারিখঃ ০৩/০২/১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।