বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছিই নামবে চিরদিন।
রিকশা থেকে নামলাম...ভাড়া নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়ে গেল। ধমকের সুরে রিকশাওয়ালা বলছিল-'এই যে আপা কি দিয়া গেলেন...আরও ২টাকা দিয়া যান...'। মন ভাল ছিল না এমনিতেই.....আরও মেজাজ খারাপ হয়ে গেল। সন্দেহ হল- রিকশাওয়ালার শ্রমের সঠিক মুল্য কত?
ওয়েটিং রুমে বসে দেখলাম কতগুলো মেয়ে, এইতো ভার্সিটি পড়ুয়া হবে হয়ত...বেশ একটু নিজের দাম বাড়ানোর চেষ্টা করছে।
কেউ দাম বোঝাতে চাইছে ডিজিটাল ক্যামেরা দিয়ে, কেউ আবার তাকে কতজন পছন্দ করে সেটা দিয়ে ...আর একজনকে দেখলাম নিজের স্মার্টনেস দিয়ে সবার মাঝে উঁচু হতে চাইছে...ভাল। শুধু দাম বাড়ানো।
কেমন যেন শান্তিগুলো সব পালিয়ে গেছে চারপাশ থেকে। যে মেয়েগুলোকে দেখলাম তাদের ভেতরে কতটুকু শান্তি আছে নিশ্চিত বলতে না পারলেও এটা বলতে পারি যে তারা অশান্তিতে আছে। সৌন্দর্য, টাকা-পয়সা আর স্ট্যাটাসের প্রতিযোগিতায় অস্থির সবাই।
আজকাল নেটে বসতেও ভাল লাগে না। ভাবলাম , একটা গল্পের বই পড়ি। অরুন্ধতি রায়ের 'গড অব স্মল থিংস' পড়া শুরু করলাম। সেখানে অশান্তি বেশি ছাড়া কম নেই। মনে হল, এই কমিউনিজম, সাম্রাজ্যবাদ, গনতন্ত্র সব গুলে গেছে মাথার ভেতর।
মাত্র একফোঁটা শান্তির জন্য হাহাকার করছে মনটা। শান্ত একটা মিষ্টি ভোরকে খুব নিজের মত করে পেতে ইচ্ছে করছে। চারপাশের এত কোলাহল, নোংরামি, সংগ্রাম আর নানারকম দরদাম আর ভাল লাগে না।
এতগুলো এলোমেলো কথা কেন লিখলাম জানি না। কিন্তু শান্তিটা যে ধরা দিচ্ছেই না...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।