ভিজে শঙ্খচিলের ডানায়
রোদের দীর্ঘ প্রতীক্ষা
ভয়াল শীতার্ত রাত্রিতে
সম্মুখ পথের উল্লম্ব দীর্ঘায়ন
জনারণ্যে সমষ্টিবাসের
পরিপূর্ণ অনুপস্থিতি
চারণ ঘাটে বড় অস্পষ্ট
চেনা পায়ের ছাপ
হতাশার বরফাচছাদিত গুহায়
জীর্ণ কালের অলস যাপন
আকাঙ্খার ঘুর্ণি হাওয়ার তালে
অঝোর ধারায় নিরাশার বৃষ্টি
দিন.. রাত.. দিন.. মাস.. বছর.......
চৈতন্যের তিমিরে 'perpetual’ বোবা বিলাপ
নির্জনতার শীতে স্বৃতির জলন্ত চিতা
একাকীত্বের গহীন বনে নৈশব্দের
দাপুটে রাজত্ব
...................................
ক্ষণে ক্ষণে
স্বৃতির নষ্ট ভীড়ে হামাগুড়ি খায়
হৃদয়ের নীপবনে
শোহাগ বিথিতে সারি সারি পাখির
কন্ঠে, 'হারিয়ে যাওয়া' মুক্তির গান|
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।