ব্লগে আমাকে ব্যাক্তিগত প্রশ্ন করা হয়েছে। উত্তরটা ছবিতে দিলাম। এতক্ষন অনেক মজা করলাম এখন কাজে বসব। ব্লগের পরিচয় পেয়েছি এই কদিন আগে। মোটামোটি নেশা ধরে গেছে।
না বসলে রোজা আছি মনে হয়। তবে এখনো ব্লগে কোন বন্ধু হয়নি। হয়ে যাবে। জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার শিখেছিলাম ইমেইল, চ্যাটিং আর ইয়ে দেখা দিয়ে। (সবাই হয়ত তাই করে) আল্প কদিনে মজা ফুরিয়ে গিয়েছিল।
সামহয়ার আমাকে আবার নেটে বসতে বাধ্য করেছে। জীবনে কোনদিন ডায়রি লিখিনি। এখন মনে হচ্ছে এভাবেই মানুষ হয়তো ডায়রী লেখে। ব্লগে সবার লেখা পড়তে ভাল লাগে। তারা অনেক ভাল কিছু লেখেন আর আমি লেখলাম আমার কিছু আবেগ।
মনে কিছু নেবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।