তবে ছবির প্রচার বড়সড় ধাক্কা খেয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। আসলে ছবিটি মূলত ডায়ানা এবং হাসনাতের বহুচর্চিত প্রেমকাহিনী অবলম্বনে তৈরি।
নামভূমিকায় অভিনয় করা নাওমি পর্যন্ত ভেবেছিলেন ছবি মুক্তি পাওয়ার পর হয়তো তাকে দেশ ছেড়ে পালাতে হতে পারে। বৃহস্পতিবারের প্রদর্শন শুরুর আগে তাই পরিচালক সকলকে অনুরোধ করনে, ডায়ানা সম্পর্কে নিজেদের ভাবনা-চিন্তা সরিয়ে রেখে যেন প্রত্যেকে ছবিটি দেখেন।
পরিচালকও জানালেন, ছড়িয়ে থাকা তথ্য জোগাড় করে ছবিটি বানিয়েছেন তিনি। কিছু কাল্পনিক ঘটনার আশ্রয়ও নিয়েছেন, তবে সেটাও গল্পের স্বার্থে। পরোক্ষে ডায়ানার স্বার্থে, তার প্রেমের স্বার্থে।
যে প্রেমকে রাজমহলের ঝাঁ চকচকে প্রাসাদের বাইরে বেরিয়ে সুদূর পাকিস্তানে খুঁজেছিলেন তিনি, সেই খোঁজকেই কুর্নিশ জানিয়েছেন অলিভার।
বিতকের্র অলিগলিতে প্রেম খুঁজে বেড়ানো যুবরানি মৃত্যুর প্রায় ষোলো বছর পর রুপোলি পর্দায় দর্শকের প্রেম পান কি না, সেটাই দেখার।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।