আমাদের কথা খুঁজে নিন

   

জেরীর জন্ম,সামহয়ারে

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

আমি জানি না বাংলাদেশে কেন অফিস-সময় মানা হয়না। অফিসে ৯টার মধ্যে না ঢুকলে কি হম্ভিতম্ভি কিন্তু ৬টা বেজে যাওয়ার পর ও বসদের টনক নড়ে না । আমার মনে হয় বসরা অফিসে যতই হম্ভিতম্ভি করুক না কেন বাসায় ভেজা বিড়াল(ম্যাঁও,ম্যাঁও)। যাই হোক,জেরী অবশ্য ৯:১৫টার আগে একদিন ও অফিসে ঢুকতে পারেনা। আই টিতে কাজ করি অথচ নেট কানেকশন দেয়না।

কত বদ টাইপের বস চিন্তা করেন?তো ৭মাস আগে সাহস করে বললাম-- -"ভাইয়া নেট কানেকশন কবে দিবেন"?(বসকে ভাইয়া বলি। বয়স কম তো?) বস বলে-- - "তোমরা যে বদ পুলাপাইন। কাজ-কাম বাদ দিয়া নেটে বইস্যা খালি চ্যাট করবা,গান-ছবি ডাউনলোড করবা। যাও, চুপচাপ ডেস্কে বইস্যা কাজ করো। " এরপর আমার কলিগ চুরি করে নেট কানেকশন দিলো।

বস কিছু বললো না। বুঝলাম চুরি-বিদ্যায় উনার আপত্তি নাই। প্রথম দিকে মেইল চেক ,গান ডাউনলোড,সব জাতীয় দৈনিক পড়া,রাশি-ফল দেখা পর্যন্তই ছিলাম। একদিন প্রথম-আলোতে সামহয়ারে আর প্যাঁচালীর কথা জানলাম। প্রথম সামহয়ারে যেদিন রেজিষ্টেশন করি কলিগ তো হেসেই কুল পায় না।

বলে-- -"আপনি কি বাংলা টাইপ পারবেন"। ফোনেটিক দিয়ে এখন আমি ভালো কাজ করতে পারি। সামহয়ারে প্রথমে আসল নাম দিয়ে ঢুকি। ৬টা পোষ্ট ও লিখেছি খুব সিরিয়াস টাইপের। ৪মাস কেটে যাওয়ার পর ও দেখি প্রথম পাতায় আসি না,কারো পোষ্ট মন্তব্য ও করতে দেয়না।

কি দুষ্ক:#। মন খারাপ করে সব পোষ্ট মুছে দিয়ে সবার লেখা পড়ি আর কখনো হাসি,কষ্ট পাই। কিছু কিছু পোষ্ট এত মজার হয় যে হাসি চেপে রাখতে না পেরে কলিগকে দেখাই। (কোপা সামছু,চিকনমিয়া,মহাকবি মেহেদী,নূরে আলম--আরো আছে। এই মুর্হুতে মাথায় আসছেনা)।

মেইলে একদিন জেরীর ছবি পেয়ে মনে হলো জেরী নিক নিলে কেমন হয়। এবার আমি শপথ নিলাম জেরীর মতো দুষ্ট হবো। সবাই কে জ্বালাবো। কি অবাক কান্ড যেদিন জেরীর নাম দিয়ে লগ-ইন করি সেদিনই দেখলাম প্রথম পাতায় আমার লেখা স্বর্ণাক্ষরে জ্বল জ্বল করছে। (আমার সেই সময় তাই মনে হয়েছে)।

এরপর থেকে জেরীর দিন কাল ভালোই যাচ্ছে-----------------------। তবে,কলিগরা বহুৎ জ্বালায়। উঁকি মেরে লেখা পড়ে ভালো কথা আবার হাসাহাসি ও করে। এই হলো ব্লগে জেরীর জন্ম-বৃত্তান্ত। সামহয়ারে কাজ করতে গিয়ে মাঝে মাঝে কিছু সমস্যা হয়।

অনুরোধ রইলো সমাধান দিবেন-- ১.কিভাবে লিঙ্ক এ্যাড করতে হয়,জানিনা। ২.অনেক গুলো ছবি একসাথে কিভাবে দেয়। ৩.চ্যাট করতে পারছিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।