আমাদের কথা খুঁজে নিন

   

নীহারকণায় লেখা শোকগাঁথা

একান্তই নিজের কিছু হাবিজাবি চিন্তাভাবনা ।।।

কোনও এক স্নিগ্ধ সকালে শীতল সূর্যোদয় লিখে চলেছে আমাদের শোকগাঁথা নীহারকণায়, হাজারো তুষারকণা হারিয়ে যায় আলোর উৎসে। প্রবল কোনও ঘূর্ণিপাকে হারিয়ে যায় সবই, যেন মৃত্যুচিন্তাও আমাদের ভাবিত করেনা। অনবদ্য কবিতার মানে দাঁড়ায় এক স্তবকেই যেমন সব সাদা কাগজই বলে এক কথা। আঘাত পাওয়া অনুভূতিগুলো পারলৌকিক বলেই যেন ক্ষণস্থায়ী, তেমনি সংক্ষিপ্ত যেন কতগুলো হাড়ের ধরে রাখা আমাদের নশ্বর দেহ। বাগ্নীতা হারিয়ে যায় প্রায়শ্চিত্তের দুঃশ্চিন্তায়, মনে রাখা কঠিন তোমার হাতে রেখে হাত। আজ চাই স্তব্ধ করে দেয়া কোনও স্পর্শ ক্ষণস্থায়ী এই আবহাওয়ার পরিবর্তনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.