বাংলাদেশের প্রবাশীকল্যান মন্তী খন্দকার মোশারফ হোসেন প্রথম আলো খবরের কাগজে বলেছেন মালশিয়া সরকারের কাছে আবেদন করেছেন বাংলাদেশের শ্রমিকদের বিষয় যেন কিঠিন না হয়।
প্রবাশীকল্যান মন্তী খন্দকার মোশারফ হোসেন মালশিয়া থেকে মিটিং করে যাওয়ার পরই মালশিয়া সরকার বাংলাদেশিদের বিষয় এ ধরনের ধরপাক এর ব্যবস্থা শুরু করে। পরবতিতে মালশিয়ার কোম্পানি মালিকরা মিটিং করে সিদ্বান্ত নিলেন যে এ ভাবে লোকের অভাবে কোম্পানি বন্ধ হয়ে যাবে। মালশিয়া সরকারকে বিষয়টি জানানোর পর মালশিয়া সককার একটি পজিটিভ সিদ্বান্ত নেয়। আর বাংলাদেশের প্রবাশীকল্যান মন্তী খন্দকার মোশারফ হোসেন প্রথম আলো খবরের কাগজে বলেছেন আমি বাংলাদেশের শ্রমিকদের জন্য সরকারের কাছে অনুরোধ করেছি।
গত কয়েকদিন আগেও প্রথম আলো খবরের কাগজে বলেছেন মালশিয়া সরকার সুযোগ দিয়েছে তারা কাগজ পত্র করে নাই। এখন আমাদের কোনকিছু করার নাই। কেন কাগজ পত্র করে নাই এই বিষয় প্রবাশীদের কাছে প্রবাশীকল্যান মন্তী খন্দকার মোশারফ হোসেন জানতে চায় নাই। যে কোন সমস্যার কারনেই বৈধ হতে পারে নাই। কেউ এজেন এর চকরান্ত পরে অধবা কেউ কোম্পানি মালিকদের কারনে।
মালশিয়া প্রবাশী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।