আমাদের কথা খুঁজে নিন

   

মোনফেকের দল জামাতের ভোট ব্যাংক নাকি হাজারে হাজারে কাতারে কাতারে !! কিন্তু ভোটে দিন দেখা পায়না ক্যান ?

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

ধর্ম ব্যাবসায়ী মোনাফেকের দল জামতের নাকি হাজারে হাজারে ভোট ব্যাংক আছে । নির্বাচন আইলেই ফালফারা শুরু করে । ক্ষমতায় থাকতে নাকি কয়েক গুন বৃদ্ধি পাইছে তাগো ক্যাডার বাহিনী । কিন্তু কৈ গেল সব । সিটি নির্বাচনে সিলেট ছাড়া বাকি তিটাতেই বিএনপির প্রাথীদের সমর্থন দিছে এই মোনাফের দল জামাত ।

ফলাফল ঘোড়ার আন্ডা । এর আগে চট্রগ্রামের মেয়র নির্বাচনেও বিএনপির সাথে থাইক্কা কৈছে এই খানে আমাদের ৪০০০০ হাজার ভোট আছে । পরে দেখা গেছে আন্ডা বিছা ছাড়া কিছুই নাই । তবে হ্যাঁ এই মোনাফেকদের লজ্জা বলতে কিছুই নাই । আছে কিছুভন্ড ধর্ম ব্যাবসার ক্যানভাসার ।

বিএনপি যত তারাতারি এই ভন্ডদের হাত থেকে রক্ষা পাইবো দল হিসেবে বিএনপি র ততই মঙ্গল । আর দেশের জন্য তো বটেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।