আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিং ক্রিং ক্রিং!!! কখন যেন আসবে টেলিফোন !!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সাত সকালে ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল । পত্রিকার পাতায় চোখ রেখে বিরক্ত হতে হতে যখন রাশিচক্র দেখলাম তখনই প্রায় চিৎকার করে উঠলাম । অর্থ প্রাপ্তি আছে অ যা শ্যালাহ!! পকেট এক্কবারে দরিয়ার মাঠ তাতে অর্থ প্রাপ্তি.... মনটা ভালো হয়ে গেল ।

সাথে আরো আছে বৈদেশ যাবার আমন্ত্রণ আসতে পারে... লে হালুয়া , ব্রাশ না করেই দৌড় দিলাম কম্পিউটারে বসতে । কম্পিউটার অন হতে ব্রাউজারে দিলাম ক্লিক এবং তারপর প্রতিদিনের মত আর কোন ব্লগে না ঢুকে সোজা মেইল এ ঢুকলাম । ... না তেমন কোন শুভ খবর নাই । আশা ছাড়ি না... এবার ঢুকি ইয়াহু থেকে জি-মেইলে.... সেখান থেকে ওখানে আবার ওখান থেকে সেখানে । লাভ হয় না ... বিষণ্ন মনে কম্পিউটার থেকে উঠলাম, ব্লগেও আর ঢু দিতে মন সায় দেয় না ।

কিন্তু আশা ছাড়ি না । আশা নিয়েই তো নাকি মানুষ বাচেঁ, তাই আমি সেই আশা জিইয়ে রেখে মনটা ভালো করলাম । নিশ্চয়ই টাকাটা অন্ততঃ হাতে আসবে ... কত হতে পারে ?? স্বপ্নে পোলাও খাওয়া ভালো.... কিন্তু আমি তো আরেক কাঠি সরেস , শুধু পোলাও কেন??..... তার মধ্যে আবার দিবাস্বপ্ন বলে কথা । হঠাৎ ফোনের আওয়াজ এ ভাবনায় ছেদ পড়ে, অপরিচিত নাম্বার । প্রথমে খুব বিরক্ত লাগে, ইদানিং অপরিচিত নাম্বার ধরা বন্ধ করে দিয়েছি ।

ফোন ধরে এইটা কোন জায়গা? এই উত্তর দিতে বিরক্ত লাগে কিংবা হুট করে কোন দুঃসংবাদ । আত্মারাম খাচায় ওঠে.... এই তো বেশ কিছু দিন হলো, অপরিচিত নাম্বার থেকে রাত দুপুরে একটা ফোন এলো, ব্যাপার না, রাত তো জাগিই .. ফোন রিসিভ করলাম সাথে সাথে ওপার থেকে কান্না, দাদা তো নাই (সম্ভবতঃ বড়ভাই কিসিমের কেউ হবেন, বড় নেতাটেতা টাইপের) আমার হতো প্রায় চোখে জল, কোন দাদা, কার দাদা কি দাদা এসব বোঝার আগেই হাত-পা কাপতে শুরু করল । ওপাশের লোক টানা কেদে যাচ্ছে ... আমার তো রীতিমত ঘাম ছাড়তে শুরু করেছি, ওপ্রান্তের সংবাদবাহকের কান্না একটু থিতিয়ে এলে আমি আস্তে জিজ্ঞেস করি কে, কখন কিভাবে মারা গেছে ....কাঁপা কাঁপা গলায় । ওপাশের লোক বলে এই তো একটু আগে দোকান থাইকে বের হইতেই..... এবার একটু সাহস সঞ্চয় করে বলি কে মারা গেছে ?? বলে, দাদা ! এবার আমি জানতে চাই কোন দাদা ?? ওপাশের কান্নার কণ্ঠ থামে যায় , আমাকে রাগী কন্ঠে জিজ্ঞেস করে আপনি সরোয়ার ভাই না ?? আমি বলি না .. সে চেতে গেল তার কান্নার কণ্ঠ রীতিমত হিঙস্র হয়ে উঠল, আমাকে ধমক দেয় আগে কইবেন না ?? ঝারি দিয়ে কিছু বোঝার আগেই ফোন রেখে দেয় । আমি পুরা ব্যাকল হইয়া ফোনের দিকে তাকায়া থাকি ।

স্বস্তি পাই যাউকগা ঝাড়ি দিলেও অন্ততঃ সংবাদটা যে আমার নয় এই জেনে খুশি হলাম । বোধহয় নেতা গোছের কোন বড়ভাই মারা গেছে, সেই খবর আর কোন বড়ভাইকে দেয়ার জন্য তার এই কান্নার রিহার্সিল,,, ভুল জায়গায় দিয়ে ফেলায় আমাকে দিলো ধমক !! কিন্তু চিন্তা কুরুন এতো রাতে এমন একাট ফোন এলে কি দশা হয় ?? অপরিচিত নম্বর থেকে কল এলেই তাই আমি একটু থমকে যাই ... এবং এখন সহজে আর ধরি না । বন্ধু এবং পরিচিতদের বলেছি অন্য নম্বর থেকে ফোন করার আগে অন্ততঃ একটা ম্যাসেজ পাঠাতে । সে প্রসঙগ নয় , প্রসঙগ হলো টাকার । টাকা বলে কথা ।

আজকে নাকি অর্থ প্রাপ্তি আছে । আমি অপরিচিত নম্বরও রিসিভ করি । ওমা এ দেখি পাওনাদারের ফোন, বস কিছু টাকা লাগত.... আমি এবার একটু হকচকিয়ে যাই । ভাবলাম কই টাকা আসবে তার ফোন তা না বরং টাকা চাহিয়া কল !!! আমি একটু বিরতি দিয়ে তার কথা শুনে বলি এইতো .. আজ দিবো কিছু টাকা পাওয়ার কথা ... পেলেই আপনার বিলটা দিয়ে দিবো .... আমি সেই ফোনের অপেক্ষায় বসে আছি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।