ঘটনাটা আজই আমার বন্ধুর কাছ থেকে শোনা।
মোহাম্ম্ দপুরের বাসিন্দা সে। সাড়ে সাত হাজার টাকার ভাড় বাসায় থাকে মাকে নিয়ে, সেখানে জীবনে কোনদিন সূর্যের আলো প্রবেশ করেনি কোনদিন করবেও না। দোতলার ভদ্রলোকের ছোট ছেলের খতনা করিয়েছেন। অনুষ্ঠান করলেন খুব ধুমধাম করে। একটা ষাড় আর কুড়িখান খাসি। সারারাত ধরে বাসার সামনে ছোট মাঠটিতে রান্না বান্না চললো। আর বিল্ডিং এর বাকী প্রতিবেশীরা সারা রাত ধরে চিন্তা করলো যেখানে সাধারণ চালের কেজি ৪৫ টাকা সেখানে কত টাকা হলে এ ধরনের অনুষ্ঠান করা যায়।
ঘটনাটা আমি শোনার পর সারাদিন ধরে চিন্তা করছি, যেই বাচ্চার জন্য এত ঘটা করে মুসলমানির অনুষ্ঠান করা হল, যৌবনে পৌছার পর সে ইসলাম সম্পর্কে কতটুকু সঠিক ধারনা লাভ করবে আর কতটা ইসলাম পালন করবে!
সেই বাচ্চাটার বড় হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোন গতি নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।