"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
মায়াপুরী (স্বপ্নে দেখা)
সবাই বলে বনের ধারে,
আছে সে এক মায়াপুরী;
রাতেরবেলা হেঁটে বেড়ায়,
প্রদীপ হাতে ডাইনি বুড়ী।
ইচ্ছে আমার সেই বাড়ীটা,
দুপুর বেলায় দেখবো একা;
নির্ঘাত সেই ডাইনি বুড়ির,
হয়তো আমি পাবো দেখা।
মা বলে, যাসনে খোকা,
ওখানে তোর মস্ত বিপদ;
ডাইনি বুড়ি ওৎ পেতে রয়,
পাবিনা তুই ফেরার পথ।
বুকে আমার দারুন সাহস,
মায়ের কথায় দেইনি কান;
দেখবো এবার মায়াপুরী,
কি আর হবে! যাবে প্রাণ!
বাড়ীর ভেতর যেই ঢুকেছি,
অমনি দেখি কালো ছায়া!
সবাই বলে, ভুতুরে বাড়ী!
যা দেখি সব তাতেই মায়া!
দেয়ালজুড়ে মাকড়সা জাল,
ঘসে পড়া চুন সুড়কি;
মস্তবড় কাঠের দরজা,
বিশাল আকার সব খিড়কি।
ধূলোমাখা ঝাড়বাতিটা,
কড়িকাঠে ঝুলছে একা;
জলসা ঘরে নর্তকী নেই,
সবকিছু আজ বেজায় ফাঁকা।
কোথায় গেল ডাইনি বুড়ি,
বাড়িটা আজ নীরব নিথর;
জমেনা আজ জলসা আসর,
উঠেনা সেই নূপুরের ঝড়।
মৃতপ্রায় সেই মায়াপুরীতে,
পাইনি খুঁজে কারো দেখা;
হয়তো কোন ছবির মাঝে,
লুকিয়ে আছে এক “চিত্রলেখা”।
কালের সাক্ষী এই বাড়ীতে
প্রেম হারিয়ে এক ললনা;
খুঁজে বেড়ায় হয়তো আজো,
বিশ্বাসে যার ছিল ছলনা।
মায়াঘেরা সেই বাড়ীটা,
আজো আমার স্বপ্নে ভাসে;
“চিত্রলেখা” নর্তকী এক,
ছবির মাঝে শুধুই হাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।