অতএব- লক্ষন যা, তাতে দুঃখ আর ক্ষোভই আমার কপালের লেখা।
-
-
-
-
-
-
আপনার দোষ যদি চাহ জানিবার
অরাতির কাছে করো সন্ধান তাহার
তারা তব বন্ধু নয় যারা গুন গায়
বন্ধু সেই সংশোধনে হয় যে সহায়
বাবার কাছাকাছি যতদিন ছিলাম ততদিন কবিতার মধ্যে ছিলাম, বই-পুথির মধ্যে ছিলাম, প্রকৃতির মধ্যে ছিলাম। বাবা প্রায়শই মুখে মুখে নানারকম গান-কবিতার কথা আওড়াতেন । শুনে শুনে আমারো মুখস্থ হয়ে গিয়েছিলো। আমার ছোট্ট মনে বেশ দাগ কাটতো ওগুলো।
কিছু লিখে রেখেছিলাম। তারই একটা তুলে দিলাম। রচয়িতার নাম জানা নেই। বাবাকে কখনো জিজ্ঞাসা করিনি। অন্য কোথাও চোখেও পড়েনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।