আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !
আসসালামু আলাইকুম !
(আমি একজন গার্মেন্টস শিল্পের লোক । সামুর মত এত বড় ব্লগে নিশ্চয় আমার সহকর্মী অনেকেই আছেন । আমার এই পোস্ট দেখে থাকলে দয়া করে আওয়াজ দিয়েন বা আপনার পরিচিত কেও থাকলে লিংক দিয়েন , আনন্দিত হবো ! কারন আমাদের জাত ভাইদের কারো সাথে পরিচিত হলে মনে শান্তি পাই )
আমার যারা গার্মেন্টস এ চাকরি করি জিএসএম শব্দটি তাদের খুবই পরিচিত । বিশেষ করে যারা ফেব্রিক,কাটিং বা বুকিং এর সাথে সর্ম্পকিত ।
জিএসএম মানে হলো গ্রাম /স্কয়ার মিটার ।
সহজ করে বললে – এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ ।
গার্মেন্টস এ একটি কাপড় নিটিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত অনেক বার জিএসএম টেষ্ট করতে হয় । কিন্তু প্রতি বার টেষ্ট এ যদি এক বর্গমিটার করে কাপড় নষ্ট হয় তাহলে কম্পানির লাল বাতি । তাই একে অনুপাতিক হারে কমিয়ে আনা হয় ।
আর কাটার সুবিধার জন্য একে বৃত্ত আকারে কাটা হয়
একটি জিএসএম কাটার এক বার্গ মিটার কে ১০০গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বার্গ সিএম । তাই ওয়েট স্কেলে যদি শো করে ১.৬ গ্রাম এর মানে এর জিএসএম হবে ১.৬ X ১০০ = ১৬০ গ্রাম ।
আপনাদের একটি প্রশ্ন করি ১০x১০ বার্গ সিএম ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে ?
একটু হেল্প করি
বৃত্তের ক্ষেত্রফল = π r2 ( পাই ইনটু আর স্কয়ার )
এখানে r=ব্যাসার্ধ
π = ২২/৭
এখন বলেন…..
ও পেরে ফেলেছেন …
হ্যাঁ ৫.৬৪x২ = ১১.২৮ সিএম
বিশ্বাস না হলে আপনার অপিসেরটা মেপে দেখেন
আল্লাহ হাফিয !
আগে প্রকাশিত হয়েছে এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।