আমাদের কথা খুঁজে নিন

   

জেরী'র কোবতে নিয়ে চিকনমিয়ার জন্য ছড়া

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

জেরী'র কোবতে নিয়ে চিকনমিয়ার জন্য ছড়া Click This Link জেরীর এখন মন ভালনা টমের সাথে আড়ি, খাতা কলম নিয়ে জেরী গেল চিকনার বাড়ী। বসে বসে লিখলো জেরী দারুন একটা ছড়া, চিকনা তখন ঘুমে বেহুশ হয়নাতো আর পড়া। ভাবছে জেরী চিকনার কানে দেবে জোড়ে হাঁক, চিকনা তখন মনের সুখে ডাকছে নিজের নাক। ঘুমের ঘোরে চিকন মিয়া স্বপ্ন দেখে মজার, তারই প্রেমে পাগল এখন কইন্যা সে এক রাজার। জেরীর মোটে হয়না সাহস ডাকবে চিকনা বলে, ভাবছে জেরী ছড়া ফেলে যাবেই বাড়ী চলে। এমন সময় হঠাৎ কেশে, উঠলো চিকন জেগে, ধরফড়িয়ে বিড়বিড়িয়ে বলছে কি সে রেগে! রাজার মেয়ে স্বপন মাঝে খাইয়ে দিল ঘোল, তাইতো চিকন বিষম খেয়ে চোখ যে করে গোল। স্বপ্নেদেখা রাজার কইন্যা হারিয়ে গেল শেষে, ভাবছে চিকন হঠাৎ যদি আবার ফিরে আসে। সামলে নিয়ে খাট্টা মেজাজ বললো চিকন, "জেরী"! জলদি শোনাও ছড়া তোমার আর করোনা দেরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।