আমাদের কথা খুঁজে নিন

   

তাশান: নিষ্প্রাণ জাঁকজমক (একশ শব্দের মুভি রিভিউ®)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

ভালো অংকের বাজেট থাকলে একটা আজগুবি গল্পকে যে জমকালো পোশাকে ঢুকিয়ে পাবলিককে খাওয়ানোর চেষ্টা করা যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক কালের বলিউড মুভি তাশান (রিলিজ: ২৫ এপ্রিল, ২০০৮)। অক্ষয় কুমার, সাইফ আলী খান, অনিল কাপুর ও কারিনা কাপুরের মতো স্টারদের একসঙ্গে এনেও ভালো কিছু উপহার দিতে পারেননি নতুন ডিরেক্টর বিজয় কৃষ্ণ আচার্য। ইয়াশ রাজ প্রডাকশনও ইদানিং এই জাতীয় হালকা বিনোদন প্যাকেজ বানিয়ে টাকা বানাতে অধিক আগ্রহী। মোট কথা, তাশান (অর্থ: স্টাইল) এমন একটি মুভি যা আপনি দেখতে পারেন যদি আর কিছুই করার না থাকে আবার না দেখলেও চলবে যদি আপনি ভালো মুভি দেখতে পচ্ছন্দ করেন। এককথায়: হতাশাজনক রেটিং: ২/৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।