Sad Cafe
১) এ্যান্টেনা ঘুমিয়ে গেলে
আলো এসে ভেঙ্গে পড়ে এইখানে, বিহ্বল এ্যান্টেনার ধারে ;
এমন নির্জনতায়। স্পর্শের তারতম্যে জেগে ওঠা রাত
খুব নিরুত্তাপ ছায়া খেলে।
তার পাশে ক্রাচ্ ফেলে উঠে দাঁড়ানো লোকটা
রাস্তা পেরিয়ে যাবে,
অল্প আলোর গাড়ী দেখবেনা যাকে।
তারপর, কোন রাতে এ্যান্টেনা ঘুমিয়ে গেলে প্রকাশিত হবে-
বিচূর্ণ হাড় থেকে জেগে ওঠা মরফিয়াসের মুখ ।
২) আমাদের যৌনাচরনের গায়ে
আমাদের যৌনাচরনের গায়ে ধূলো লেগেছিলো ততোটুকু
যতোটা এই বিকেলবেলাকার বাগানের
অল্প আলোর মতো তীর্যক
আমাদের আচরন থেকে শুধু বিচ্ছুরিত হচ্ছিলো সামাজিকতা ।
আমাদের চর্চার স্বাধীনতা থেকে
নির্ণিত হচ্ছিলো আচরনবিধি,
আর যৌনাচরন লুকিয়ে অল্প আগে
বিকেলবেলাকার সোমত্ত সূর্যটা খুব সরাসরি ডুবছিলো ।
আন্দালীব / ২০০৭
** মোমেন্টারি ধরনের লেখা। সেইভাবে এডিট-ফেডিট করা হয়নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।