নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
বিষয়টি হঠাৎই মাথায় আসল, কোন পূর্ব পরিকল্পনা থেকে নয় বা এ বিষয়ে খুব একটা চিন্তা-ভাবনা করেছি তাও ঠিক বলা যাবেনা।
এই যেমন এখনকার কথাই বলি, যদিও অফিসে তবুও কিছুটা ফ্রি অন্যদিন তুলনায়, তাই এ ফাকেঁ নেটে বসে আছি, সিদ্ধান্তটাও তেমন ফ্রি মুডেই নেয়া।
মূল কথায় আসি, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাস থেকে যে সব পোষ্ট দিব সব পোষ্টগুলোকেই এই ব্লগের প্রিয় সব জানা, পরিচিত, অপরিচিত, নব্য সব ব্লগারদের নামে উৎসর্গ করব। প্রত্যেকটা পোষ্টে এক একজনকে ধারাবাহিকভাবে উৎসর্গ করা হবে।
বিষয় যাই হোক, যেকোন লেখাই হতে পারে। এভাবেই যাদের সাথে ভার্চুয়ালি দৈনন্দিন জীবনের বেশ খানিকটা সময় পার করি, যেখানে লেখা, যাদের উদ্দেশ্যে লেখা তাদের সবাইকেই আমার লেখার মাঝে ধরে রাখতে চাই। তারা সবাই বেঁচে থাকুন আজীবন - পোষ্টের সূত্র ধরেই।
আপনারা যারা এ পোষ্টটি নিছক কৌতুহল বশত: দেখার উদ্দেশ্যেই ক্লিক করেছেন তারা সহ সবাইকে অনুরোধ করছি আপনাদের মতামত রেখে যাবার জন্য ।
যদিও বিষয়টি আমার একান্ত ব্যক্তিগত, তথাপিত সবার সমর্থনে প্রত্যাশিত কিছুই শ্রেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।