এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা আমরা তোমাদের ভুলবা না
অনেক ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।
লাল সবুজের এই পতাকা খামছে ধরতে চাচ্ছে রক্ত পিপাসু হায়েনার দল। এরা সুযোগ নিচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসআমরা না জানায়। আমাদের তরুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা আমাদের সমাজের বয়োবৃদ্ধদের সম্মান করি কিন্তু তারা যদি মুক্তিযুদ্ধকে বিরোধিতা করে তাহলে তাদের কথা কথা আমরা শুনবো না।
আমরা ভুলো যাই নি ৭১ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। যাদের রক্তের ঋন কোনদিন শোধ করা যাবে না। স্বাধীনতা যুদ্ধে পুলিশ, আনছার ইপিআর (বিডিআর) সহ সম্মিলিত টাস্কফোর্স ও মিত্রবাহিনীর সহায়তায় সেদিন রুখে দাড়িয়েছিল হায়েনাদের। ওরা চেয়েছিল আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় করে সামরিক নিপিড়নের মাধ্যমে টিকে থাকতে। কিন্তু ওদের চিন্তায় ছাই দিতে পেরেছে বাংলার দামাল ছেলেরা।
পেয়েছে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন বাংলার প্রতিষ্ঠা করছে।
আজও হায়েনা দল বসে নেই লাল সবুজের এই পতাকা ছিনিয়ে নিতে। এখনই সময় সম্মিলিত প্রতিরোধ।
যুদ্ধ এখনও থামেনি। এই যুদ্ধ থামার নয়।
নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস শিক্ষাদান। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস সংশোধন, মহান মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসীদের পাওয়া না পাওয়ার বিভেদ ভুলো ঐক্যেবদ্ধ হতে হবে।
সর্বপরি সতর্ক থাকা স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে। এব্যাপারে কোন দ্বিমত নয়। আপস নয়।
আর তাই এখনই প্রয়োজন যারা প্রকাশ্য মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা।
স্বধীন বাংলার মাটিতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।