আমাদের কথা খুঁজে নিন

   

সহাবস্থানের চিত্র



চমৎকার পরিপাটি বিছানা, সুগন্ধি ও আয়েশী। দুটো দেহ পাশাপাশি শুয়ে। কোমল নারী ও একটি লোমশ শরীর, মিষ্টি ওডোলিনের গন্ধ। দারুনতো ! দেয়ালের রঙ - দুধসাদা? উহু ! তুষারশুভ্র? উহু ! তারচেয়েও সুন্দর সাদা দেয়াল । ক্যানভাসের রঙ – সাদা? উহু ! তামাটে? উহু ! তারচেয়েও মলিন তেলচিটচিটে ক্যানভাস।

কোনও বিখ্যাত ছবি? অরিজিনাল পিস? উহু ! শুধু কালো চারকোলের ঘষাঘষি। দুটো দেহ পাশাপাশি শুয়ে। কোমল নারী ও একটি লোমশ শরীর, উচ্ছিষ্ট খাবারের গন্ধ। দারুনতো ! প্রথম চিত্র - ঘরের শুভ্র ক্যানভাসে, বাস্তব – ফ্রেমে বাঁধানো নয়! অভিজাত্যের একটি মানবিক চাহিদা। PET Culture? দ্বিতীয় চিত্র - দেয়ালের মলিন ক্যানভাসে, বাস্তব – ফ্রেমে বাঁধানো ! দারিদ্রতার একটি দৈহিক চাহিদা।

পেট পুঁজা? কোমল নারী ও একটি লোমশ শরীর। কুকুর আর মানুষের সহাবস্থান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।