সাধুসঙ্গ
( ...রাখিলেন সাঁই কুয়াজল করে)
চারুকলার শুকনো পুকুর বর্ষাকালে ভেজা
থাকে,
জলের তলের নরম মাটি নানান রকম মাছ
আকেঁ
আদাব সাধু সালাম সাঁই
মাছ-উৎসব ঘনিয়ে আসলে আমিওপুরোপুরি
ছেঁউড়িয়া হয়ে যাই
হয়ে আর কোথায় যাব!
ঢাকার মধ্যেই থাকি
মাছ উৎসবে বক আসবেই এই বাসনা রাখি
ডুবাই না
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই-না ডুবাই
বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না
ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না
জলটাকে আগুণ টানে আমি পড়ি মধ্যিখানে
দুইদিকে দুই খন্ড হয়ে পড়ি আবার পড়ি না
না জ্বালাই না নেভাই, না নেভাই-না জ্বালাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।