mdsakature@yahoo.com
সামনে আসছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব রোযার মাস। এই মাসে প্রতি বৎসরই দেখা যায় বাজারের তরি-তরকারির গায়ে হাত দেয়া যায় না। বিশেষ করে এই মাসে চাল,ডাল,ছোলা, বেশন, আলু, বেগুন,সয়াবিন ইত্যাদির দাম আকাশ ছোঁয়া হয়ে যায়।
ফলে গরীবের দু:খ আরও বেড়ে যায়। এই মাসে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অনেক বেড়ে যায়।
কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মজুদ করে চড়া দামে বাজারে ছাড়ে,ফলে বাজারে এসব দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়।
আমরা চাইলে আমাদের সামান্য সচেতনতা দিয়ে গরীব ভাই-বোনদের দু:খ কিছুটা লাঘব করতে পারি। আমি বিকল্প দ্রব্যব্যবহার/দ্রব্যের অপচয় রোধের কথা বলছি।
এই যেমন-
১)বেগুনের পরিবর্তে পেপের ব্যবহার করা যায়।
২)রমজানে তেলের উপর চাপ কমানোর জন্য ইফতারীতে অতিরিক্ত তেল অপচয় রোধ করা।
৩)চাল -ডলের পাশাপাশি আলু দিয়া তৈরি বিভিন্ন খাবারের ব্যবহার করা যায়। এতে চাল-ডালের উপর চাপ কমবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।