ঘটনাটি ঘটেছে ১৯ শে জুলাই ইটালির নেপোলী শহরের টররেগাভেটার সমুদ্র সৈকতে।সমুদ্রে স্নান করতে এসে ১১ ও ১৩ বছরের দুইটি জিপসী মেয়ে আচমকা সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায়। ছবিতে দুজনের মৃতদেহ তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়েছে।
সামান্য দুরে একজন ছেলে ও মেয়ে প্রায় উলংগ অবস্হায় দেখা যাচ্ছে ,যারা নিশ্চিন্ত মনে সূর্যস্নান উপভোগ করছে। দুটি জিপসী কিষোরীর জলজ্যান্ত লাশ ইতালীয় সমুদ্রস্নানকারীদের আনন্দ ও উপভোগকে বিন্দুমাত্র ম্লান করতে পারে নাই। ইতালির একটি দৈনিক এ বিষয়ে বলেছে ছবিতে দুজন স্নানকারীকে দেখা যাচ্ছে কিনতু লাশের অল্পদুরে আরো স্নানকারী ছিল এদের মধ্যে কেউ খাবারও খেতেছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।