লতানো সবুজে কুমড়োর দোল দেখেছেন
বাতাস মাড়াতে মাড়াতে পাহাড় চূড়োয় উঠে
আনারস-কলা-পেয়ারার ঝোপ ফুড়ে
বাদুড়-শুয়োরের পাল খেদিয়েছেন
আপনি কি আকাশ দেখেন নি?
ঘুঘুর মিছিল দেখেন নি?
শেষকালে শ্বেতচুলে হাত পড়েছে
ভরা মাছাঙ বানে ভেসেছে
স্বপ্ন ছড়ানো আবাধি ভূমিতে জল পুষে
জলপাইরাঙা কুমির পুষে খামার করেছে
প্রতিবাদের ছলে কিছুই বলা হয় নি
অথচ থামি খুলে শাড়ি হয়েছে
উত্সবের বাহার পণ্য হয়েছে
তবু দ্রোহের কথা বলব না
দুঃখের তপ্ততায় জল ও ছিঁটাবো না
কালের অবাধ স্রোতে শুধু বলতে হবে
বনো ফুলে বিষ নেই মধু আছে....মধু.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।