আমাদের কথা খুঁজে নিন

   

কইনচাইন দেহি' কুইজ পর্বের উপস্থাপক আর নেই

man cant ignore their self

বাংলাদেশ টেলিভিশনের 'যদি কিছু মনে না করেন' অনুষ্ঠানের 'কইনচাইন দেহি' কুইজ পর্বের জনপ্রিয় উপস্থাপক এএফএম আব্দুল আলী আর নেই। ৭৭ বছর বয়সে সোমবার দুপুরে ময়মনসিংহের ব্রাহ্মপল্লীতে নিজ বাসায় তিনি মারা গেছেন। শতাধিক চলচ্চিত্রের এ অভিনয় শিল্পীকে সবাই 'লালু ভাই' নামেই চিনতো। লালু ভাইয়ের ছেলে খোকন সোমবার জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হৃদরোগ, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। জানুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি বাসায়ই ছিলেন।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান। বাদ মাগরিব শহরের জামিয়া ইসলামিয়া প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে আব্দুল আলীকে সমাহিত করা হবে বলেও জানান খোকন। দীর্ঘদিন ধরেই এই কৌতুক অভিনেতা মানবেতর জীবনযাপন করছিলেন। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৩২ সালের ২ অক্টোবর ময়মনসিংহ শহরে জন্ম নেন লালু ভাই।

মাত্র ১১ বছর বয়সে বাবা মো. ওয়াজেদ আলীর পরিচালনায় স্থানীয়ভাবে প্রযোজিত 'পল্লী সমাজ' নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। সে সময়ে ময়মনসিংহ নাট্যাঙ্গনে অপরিহার্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয় ও চাকরিগত কারণে ঢাকায় চলে যান তিনি। ১৯৬১-৬২-এ নির্মিত সালাহউদ্দিন পরিচালিত সূর্যস্নান থেকে শুরু করে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন লালুভাই। তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে দুই দিগন্ত, রাজা এলো শহরে, সাতরং, জানাজানি, নাচঘর, ধারাপাত, রূপবান, রহিমবাদশা, অবাঞ্ছিত, রংবাজ, কখগঘঙ, সোনালী আকাশ, সন্তান, গুনাইবিবি, প্রতিকার, চেনা অচেনা, বধূ বিদায়, লেডি ইন্সপেক্টর উল্ল্যেখযোগ্য।

১৯৬৬-৬৭ সালে 'ঘরোয়া' এবং পরবর্তীতে ৮০'র দশকে ফজলে লোহানী উপস্থাপিত জনপ্রিয় 'যদি কিছু মনে না করেন' ম্যাগাজিন অনুষ্ঠানে 'কইনচাইন দেহি' কুইজ পর্বে অংশগ্রহণ করে তিনি টিভি দর্শকদেরও প্রিয় হয়ে উঠেন। হানিফ সংকেতের 'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের প্রথম দিককার কয়েকটি পর্বেও তার নিয়মিত অংশগ্রহণ ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.