আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা - এরশাদ বৈঠক লন্ডনে গুঞ্জন !

মিডিয়া

বাংলাদেশের শীর্ষ দুই রাজণৈতিক দলের নেতার লন্ডন সফরকে কেন্দ্র করে বাঙালিপাড়ায় রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে। আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের লন্ডনে অবস্থানই আলোচনার মূল কেন্দ্র বিন্দু। যুক্তরাজ্য জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্জ্ব শামসুদ্দীনের মৃত্যুতে শনিবার বাংলাদেশ সেন্টারে আয়োজিত শোক সভায় যোগদেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার পরই গুজব উঠে এরশাদ শেখ হাসিনার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। হাসিনা- এরশাদের লন্ডনে বৈঠকে রাজনীতির এই নতুন সমীকরণের সত্যতা জানতে চাইলে , যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদ জালাল উদ্দীন ও যুক্তরাজ্য জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি খন্দোকার ফরিদ উদ্দীন উভয়ে এই দুই শীর্ষ নেতার বৈঠকের গুজব ভিত্তিহীন বলে দাবী করেন।

তবে যুক্তরাজ্য আওয়ামীলীগের অপর একটি সুত্র জানিয়েছেন শেখ হসিনা লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন, ইউরোপোর বিভিন্ন শহর থেকে নেতা কর্মীরা দলীয় নেত্রীর সাথে দেখা করতে আসছেন। ফিনল্যান্ড থেকে ফিরে শেখ হাসিনা দলীয় সভায় যোগদেয়া ছাড়াও হাউজ অব লর্ডেসের সদস্য লর্ড এ্যভেবারী ,ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন সহ বেশ কয়েকজন কুটনৈতিকের সাথে স্বাক্ষাত করেন। বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধূরীর সাথেও শেখ হাসিনার বৈঠক হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধূরী জানিয়েছেন আজ (সোমবার) লন্ডন সময় সন্ধ্যে ৬ টায় শেখ হাসিনা লন্ডনে অপর একটি কর্মী সভায় যোগ দেবেন। অণ্যদিকে যুক্তরাজ্য জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, একই দিনে বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় পাটির উদ্যোগে এক কর্মী সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

ওই দিন যুক্তরাজ্য জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হাজি মুজির উদ্দীনের নাম ঘোষনা করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.