বড্ড হাঁপিয়ে উঠেছি। ব্যস্ত শহরের দিন গুলি আর ভালো লাগছে না। মনে হয় ছেড়ে পালাই।
যেখানে আছে গ্রামীণ বাংলার গান
আর আছে সুখের আহবান
ফিরে যাই সেই গানের ভূবন। ।
যেখানে নেই ইট পাথরের গড়া মন
যেখানে আছে মাটির মানুষ ধন
ফিরে যাই সেই মনের ভূবনে। ।
যেখানে আছে প্রেম প্রীতি ভালোবাসা
যেটা সকল প্রাণের আশা
ফিরে যাই সেই প্রেমের ভূবনে। ।
বটের ছাঁয়ায় যেথায় রাখালীয়া বাঁজায় বাঁশি
যেথায় ফলে সোনার ফসল রাশি রাশি
ফিরে যাই সেই ফসলের ভূবনে।
।
বহু দুর পানে ভাটিয়ালী গানের সুর গেয়ে উঠি গান
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার পানে কুল নাই রেএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।