উন্নত বিশ্বে সমৃদ্ধশালী তথ্যপ্রযুক্তিকে দেশগুলির প্রোফেশনাল ওয়েব সাইট সব ধরনের পেশাজীবীদের যোগাযোগকে ত্বরান্বিত করে থাকে এবং ইন্টারনেটে যেকোন অবস্থান থেকে যেকোন সময় এই সাইট গুলির সহযোগীতায়, যেকোন পেশাজীবী-নিয়োগকর্তা বিভিন্ন কাজের পেশাজীবী-নিয়োগকর্তা পরস্পর তথ্য বিনিময় করছেন।
http://www.linkedbd.com ( প্রোফেশনালদের ওয়েব সাইট)
আমাদের দেশের নিয়োগকর্তা ও পেশাজীবীদের একটি ওয়েব প্লাটফর্মে এনে, তথ্য বিনিময় ও সহযোগীতার লক্ষ্যে লিংকডবিডির সূত্রপাত,এখন সেবা প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেবা প্রদান করবে।
আপনিও রেজিট্রি হয়ে, যে কোন পেশাজীবী সয়ংক্রিয় ওয়েব নেটওয়ার্ক, আর্টিকেল, কোয়েন্সেন রাইটিং-এর মাধ্যমে পেশাগত উন্নয়ন ও দক্ষতাকে বর্তমান ক্রমধারায় এগিয়ে নিতে পারবেন। লিংকডবিডি-র মাধ্যমে কোন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা সরাসরি বেছে নিতে পারবেন তাদের পছন্দসই সৌখিন পেশাজীবীকে, তেমনি পেশাজীবীরাও তাদের চাহিদা অনুযায়ী নিয়োগকর্তাকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তার প্রতিষ্ঠানে জব সুইচ করার অনুপ্রেরণা জানাতে পারবেন । যেকোন প্রতিষ্ঠান তাদের সেবা বা পন্যের বিজ্ঞাপন সাশ্রয় মূল্যে লিংকডবিডি.কম-এ সবসময় প্রকাশ করে কমসময়ে যথেষ্ট প্রচারের একক সুযোগ নিতে পারেন।
ইমপ্লোএয়ার ঃ এখন যেকোন সংখ্যক জব পোটিং, যেকোন প্রতিষ্ঠানের জন্য ফ্রি (কম সময়ের জন্য)। ফ্রি প্রোফাইল রেজিট্রির মাধ্যমে লিংকডবিডি সাথে সংযুক্তি হতে পারেন। নিয়োগকর্তা নিজের প্রোফাইল থেকে সরাসরি প্রার্থীর সংঙ্গে যোগাযোগের মাধ্যমে, সরাসরি তাদের নিজের পছন্দসই কোন যোগ্য/ইফিসিয়েন্ট প্রোফেশনালকে তাদের প্রতিষ্ঠানের জন্য প্রাক-নির্বাচিত করতে পারবেন।
ইমপ্লয়ার ঃ ফ্রি প্রোফাইল রেজিট্রির মাধ্যমে লিংকডবিডি সাথে সংযুক্তি হতে পারেন। সার্চ করে সরাসরি পছন্দসই কোন নিযোগকর্তা বা প্রতিষ্ঠানের সংঙ্গে নিজের জব সইচ করার বাসনা জানাতে পারেন।
পেশাজীবী প্রোফাইলের মাধ্যমে সয়ংক্রিয় ভাবে নিজের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ক্ল্যাসমেট এবং চাকুরী করেছেন এমন বা বর্তমান চাকুরীরত প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার কর্মকর্তাদের মধ্যেও ভাল নেটওয়ার্ক তৈরী হবে, যা আপনাকে বেশী সহযোগী ও পরিচিত করে তূলবে প্রতিটি মূহুর্তে । এর ফলে আপনার কাছে থেকে হারিয়ে যাওয়া কোন বন্ধু/সহকর্মী/স্যার/বস, আপানার যোগাযোগে এসেও যেতে পারে।
ছাত্র/ছাত্রীঃ ফ্রি প্রোফাইল রেজিট্রির মাধ্যমে লিংকডবিডি সাথে সংযুক্তি হতে পারেন। সরাসরি পছন্দসই কোন নিযোগকর্তা বা প্রতিষ্ঠানের সংঙ্গে ইন্টারশপ ষ্ট্যাডির বা নুতন ফুলটাইম/পার্টটাইম জব করার জন্য সরাসরি প্রাক-আহবান জানাতে পারেন। প্রোফাইলের মাধ্যমে সয়ংক্রিয় ভাবে নিজের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ক্ল্যাসমেদের মধ্যে বন্ধুত্বর নেটওয়ার্ক ও পরিচিতি আগের চেয়ে বাড়িয়ে নিতে পারেন।
এর ফলে আপনার কাছে থেকে হারিয়ে যাওয়া বন্ধু আবার আপানার যোগাযোগে মুঠোয় থাকবে।
ফ্রি সেবাঃ আপনার প্রতিষ্ঠানের লোগো, নিজের ছবি, ঠিকানা, মোবাইল নং, ফোন নং, বিবরন সংযুক্তি করতে পারবেন ও প্রয়োজনে ইডিট করতে পারবেন। তাছারা যেকোন পেশাজীবী প্রোফাইলকে আপনার নেটওয়ার্কে সংযুক্ত করতে পারবেন বা সংযুক্ত প্রোফাইল বাতিল করতে পারবেন, আপানার গোপনীয়তা সহ বা ছাড়া। আর্টিকেল, কোয়েন্সেন রাইটিং, জব সাচিং সহ আরো অসংখ্য নিত্য নুতন ও অনন্য ফিচার যা আপনাকে প্রতিটি লগইন-এ, প্রতিদিন চমকপ্রদ রাখবে। রেজিষ্ট্রি করে প্রতিদিন লগইন করে আপনার প্রোফেশনাল নেটওয়ার্ক পুরাতনের পাশাপাশি নুতন প্রোফেশনাদের সঙ্গে বন্ধুত্ব / যোগযোগ সুদৃঢ় করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।