আমাদের কথা খুঁজে নিন

   

কোকো, এ ভাবেই শয়তানের দঁড়ি ছিড়ে যায়...

সুন্দর সমর

কোকো এ ভাবেই শয়তানের দঁড়ি ছিড়ে যায়, নিজেদের লোভ যাদেরকে সীমানা অতিক্রম করে শিখরের গদিতে নিয়ে গেছে, কত কথাই না তারা রটাল, বড় বড় বাতচিতই না শোনাল, কিন্তু যোগফল সুকুমারের সেই হযবরল, হাতে রইল পেন্সিল, দ্রব্যমূল্য আর বেকারত্বের বেলুন প্রতিদিনই ফুলছে, ফলং তারা এখন গদি হজম করতে পারছে না। সুশীল লোভ-আক্রান্ত সমাজের কর্তারা যাই বলুক, দড়ির টানে যতই নেচে উঠুক, গদিধররা হাড়ে হাড্ডিতে টের পাচ্ছে গদি-ত্যাগই তাদের পরাণ পাখি রক্ষার একমাত্র মানচিত্র, একমাত্র মহাসড়ক, বিশেষ কারাগার, দুদক কিংবা ওই দুনীর্তি দমন লারে লাপ্পা রোড শো কোনো কাজে আসে নি, আসবে না, আসতে পারে না। দ্রব্যমূল্য আর বেকারত্বের চাপে দিশেহারা ক্ষেপে ওঠা জনগণের নির্ভুল টার্গেট এবার তাদের গিলে ফেলবে, বক যে ভাবে পুটি মাছকে পেটে পুরে ফেলে। গদি ত্যাগের বাহানায় নির্বাচনের খেলা দরকার এবার তারা তোমাকে ছেড়ে দিয়েছে, কোকো তোমাকে এখনও আমরা মুক্তির উৎসবে মেতে উঠার দাওয়াত দিতে পারছি না, তারেক শয়তানের কারাগারে, জানি না কি তার অবস্থা, যে সব খবর আসছে তার সবই ভয়াবহ, কারাগারে দেশনেত্রী, আরো হাজারও মানুষ, তাদের আসতে দাও, তারাও আসুক, তারপর নতুন ভোরের আগমনী বার্তা নিয়ে আমরা শিশির ভেজা ধানের শীষে উদ্ভাসিত চিরকালীন সংগীত রচনা করব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.