আমাদের কথা খুঁজে নিন

   

গালওয়ে গার্ল

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

গালওয়ে গার্ল মার্কিন সংগীতশিল্পী স্টিভ আর্ল-এর লেখা এবং গাওয়া একটি জনপ্রিয় কান্ট্রি সং। এ গানটি মূলত কালো চুল এবং নীল চোখের অধিকারী আইরিশ মেয়েদের সৌন্দর্যের প্রশংসা করে রচিত। গানটির শুরুতেই শোনা যায় শিল্পী বলছেন তিনি একদিন হাটতে হাটতে এক আইরিশ মেয়ের দেখা পান যার চুল ছিল কালো এবং চোখ নীল। এর পর ধীরেধীরে বর্ননা আসতে থাকে কি করে শিল্পী সেই মেয়ের সাথে চলতে থাকেন এবং এক সময় তার হৃদয় সমর্পন করেন। গানটি শেষ হয় শিল্পীর হৃদয় ভেঙ্গে যাওয়ার কাহিনী দিয়ে।

সব শেষে শিল্পী বলতে থাকে - I've traveled around I've been all over this world / Boys I ain't never seen nothin' like a Galway girl. উল্লেখ্য যে গালওয়ে আয়ারল্যান্ডের সুন্দরতম শহরগুলোর একটি। কান্ট্রি সং হওয়া স্বত্বেও রিলিজের সাথে সাথে এ গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। বিশেষত পাব বা নাইটক্লাবে মূহুর্তে আসর মাতিয়ে দেয়ার মত সাবলিল ক্ষমতা রয়েছে গানটির। ২০০৭ সনের জনপ্রিয় চলচিত্র P.S. I Love You-তে এ গানটি অন্যতম প্রধান গান হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে গানটির লিরিক, অডিও এবং ইউটিউব ভিডিও (P.S. I Love You থেকে) সংযুক্ত করা হলো।

আগ্রহী পাঠক গানটি শুনে দেখতে পারেন। অডিও https://www.cs.tcd.ie/~chowdhun/galway_girl.mp3 গালওয়ে গার্ল (P.S. I Love You চলচিত্র থেকে) Well, I took a stroll on the old long walk Of a day -I-ay-I-ay I met a little girl and we stopped to talk Of a fine soft day -I-ay-I-ay And I ask you, friend, what's a fella to do 'Cause her hair was black and her eyes were blue And I knew right then I'd be takin' a whirl 'Round the Salthill Prom with a Galway girl We were halfway there when the rain came down Of a day -I-ay-I-ay And she asked me up to her flat downtown Of a fine soft day -I-ay-I-ay And I ask you, friend, what's a fella to do 'Cause her hair was black and her eyes were blue So I took her hand and I gave her a twirl And I lost my heart to a Galway girl When I woke up I was all alone With a broken heart and a ticket home And I ask you now, tell me what would you do If her hair was black and her eyes were blue I've traveled around I've been all over this world Boys I ain't never seen nothin' like a Galway girl ১৮ জুলাই ২০০৮ ডাবলিন, আয়ারল্যান্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.