http://www.myspace.com/423882880/music/songs/31785002
গতকাল বসুন্ধরা সিটি লেভেল সেভেন-এর এক্সিবিশান সেন্টারটি আমন্ত্রিত অতিথিদের দ্বারা পরিপূর্ণ ছিল। ব্যান্ড ও সলো শিল্পীদের নিয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান গোলাম মোর্শেদ জুয়েলের সমন্বয়ে মিক্সড এ্যালবাম "বন্ধুতা" -এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক , নাট্যকার আনিসুল হক। বন্ধুতা অ্যালবামটির উদ্বোধনী ঘোষণা করে তিনি বলেন, "আমি খুব খুশি হয়েছি অ্যালবামটির নাম দেখে। অ্যালবামটির নাম শত্রুতা হতে পারতো! কিন্তু নাম হয়েছে বন্ধুতা!! শিল্পীতে শিল্পতে, শিল্পীতে শ্রোতাতে বন্ধুতা। সৃষ্টির ধর্মই হলো নতুন কিছু করা, আমার বিশ্বাস এর আয়োজনের অভিনব দিক, কথা সুরের সৃজনশীল বুনন সবাইকে নতুন ভাবে ভাবাবে"!
অনুষ্ঠানে উপস্থিত জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান বলেন, "অনেকদিন পরে একটা দুর্দান্ত মিক্সড অ্যালবাম বাজারে এলো।
শ্রোতাদের চাহিদার পুরোটা ভেবেই আমাদের এই বন্ধুতা"। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জি-সিরিজ কর্ণধার খালেদ ভাই, শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন ভাই, কন্ঠশিল্পী মিলন মাহমুদ ও অ্যালবাম সমন্বয়ক জুয়েল।
অনুষ্ঠানে গান পরিবেশনা পর্বে গান গেয়ে শোনান, বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদারের দিন বাড়ি যায়-এর তালে তালে দুলে উঠে পুরো হল। পরে তিনি প্রয়াত সঞ্জীব দার স্মরণে "জোছনা বিহার" ও " চাঁদের জন্য গান"-এর কয়েকটি লাইন গেয়ে শোনান।
বাপ্পা ভাই এসেছিলেন স্বস্ত্রীক।
এছাড়া একে একে গান গেয়ে শোনান, বন্ধুতা অ্যালবামের শিল্পী গ্রুভট্র্যাপ, মনোসরণি, কনক আদিত্য, শিরোনামহীন,সজীব ও কার্নিশে ম্যাগপাই। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তপু, ফুয়াদ, হাবিব,অর্থহীন ব্যান্ডের সুমন ভাই, রেডিও টুডের এক্সিকিউটিভ প্রডিউসার ডেনিয়েল, চম্পা, এলিটা, মডেল ও অভিনেতা আলিফ সহ অনেক বন্ধুরা।
"বন্ধুতা" অ্যালবামটি এখন বাজারে। অ্যালবামটি আপনারা সংগ্রহ করুন, শুনে মতামত দিন।
আমারও বিশ্বাস, গানগুলো আপনাদের ভালো লাগবে।
> Buy 'BONDHUTA' eXclusively online from amaderGaan Music Shop & CD from any Local Music Shop!!
AG shop link :
Click This Link
comment on it!!!
link: Click This Link
Facebook link :
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।