লেখিকা তাসলিমা নাসরিন সাহিত্য জগতে আসেন কবি পরিচয় নিয়ে--- এই তথ্যটি কমবেশি সবারই জানা আছে। তার গদ্য লেখনির কথা বলুন অথবা পদ্য, কবিতা ইত্যাদির কথাই বলুননা কেন ,সেখানে একটি কামজ শরীরী উপস্থিতির জবর দস্তিমুলক উপস্থিতি লক্ষণীয়।
আফসোস , তিনি যখন দেশ থেকে বিতাড়িত হন , আমি তখন নিতান্তই শিশু। তসলিমাকে প্রেম নিবেদনের গোপন ইচ্ছা এখনও লালন করছি।
তাসলিমাকে পাঠ করা আর তরুনদের ঘন ঘন স্নান ঘরে গিয়ে সময় ক্ষেপনের মধ্যে একটি ইতিবাচক অনুষঙ্গ রয়েছে বলে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ।
এখানে তসলিমার একটি " কামজ কাব্যের" নমুনা দেয়া গেল। উপভোগ করুন।
কাঁপন ১৭
তাসলিমা নাসরিন
শরীরের এই হাল, শরীরে গ্রীষ্মকাল,
স্নানের জল আছে? ও যুবক স্নানের জল আছে তো?
তোর একার জলে না হলে যুবকের দল কাছে তো?
বুঝুন অবস্থা ! নাসরিন একাই একদল যুবকদের জল কামনা করছেন আক্ষরিক অর্থেই শীতল হতে। হা! নারী , হা! তাসলিমা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।