আমাদের কথা খুঁজে নিন

   

রেডিসনের যত সুবিধা



রেডিসনের যত সুবিধা * ৫টি বিলাসবহুল স্যুইঁটসহ মোট রুম ২০৬টি * সব রুমে রয়েছে দ্রুতসতির ইন্টারনেট সংযোগ, মিনিবার, চা/কফি বানানো সুবিধা, ল্যাপটপ কানেকশন। * রেডিসন ক্লাব ফোর। * পাবলিক এরিয়াতেও ওয়ারলেস ইন্টারনেট সংযোগ সুবিধা। * ২৪ ঘন্টা অভ্যর্থনা এবং রুম সার্ভিস। * ৩টি রেস্টুরেন্ট, ২টি লাউঞ্জবার, ১টি ক্যাফে।

* আন্তর্জাতিক মানের স্পা (৮টি ট্রিটমেন্ট রুমসহ) এবং হেলথ কাব। * সুইমিং পুল, টেনিস কোর্ট, গলফ কোর্স, জগিং ট্র্যাক। * বোর্ড রুম এবং সেক্রেটারিয়াল সার্ভিসসহ বিজনেস সেন্টার। * দেশের সর্ববৃহৎ মিটিং, ফাংশন এবং কনফারেন্স সুবিধা। * ভেতরে এবং বাইরে কার পার্কিং সুবিধা।

* নিশ্ছিদ্র নিরাপত্তা, সার্বণিক সিসি টিভি। ডাইনিং * ওয়াটার গার্ডেন ব্র্যাজারি। * সাবলাইম রেস্টুরেন্ট। * স্পাইস অ্যান্ড রাইস এশিয়ান রেস্টুরেন্ট। * কিট চ্যাট ফিটনেস সেন্টার।

* ব্লেজ এন্টারটেননমেন্ট জোন। * সিগার বার। মিটিং অ্যান্ড ব্যাঙ্কোয়েটস * হোটেলের ৩০ হাজার স্কয়ার ফুট জায়গা জুড়ে মিটিং সুবিধা। * গ্র্যান্ড বলরুম : ৯,৯০০ স্কয়ার ফুট জায়গা নিয়ে গ্র্যান্ড বলরুমটি ঢাকার সবচেয়ে বড় বলরুম। একসঙ্গে ১১০০ অতিথি ধারণ মতাসম্পন্ন।

* ব্যাঙ্কোয়েট হল : থিয়েটার স্টাইলে এ ব্যাঙ্কোয়েট হলে একসঙ্গে ৮৫০ জন অতিথি বসতে পারেন অনায়াসে। লেখা এবং ছবি: ক্যানভাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।