আমাদের কথা খুঁজে নিন

   

দুইটি ছেলে, একটি মেয়ে। ত্রিভুজাকৃতির সমস্য!

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই উপরে যা পড়লেন, তা একটি গল্প! অবিশ্বাস হচ্ছে? তা হোক; এত কম শব্দে গল্প কিভাবে হয়? তাহলে বলি, কেননা এমন গল্পের শুরটাও জানাতে ইচ্ছা করছে বড়! তার আগেই আরেকটা গল্প! একজন লেখক, খুবই মিতব্যয়ী, এমনকি তার শব্দগুচ্ছের ব্যাপারেও! একদিন বারে তাকে একজন লেখক বেট করেন, তিনি যদি দশ শব্দে একটা গল্প বলতে পারেন, তো বেশ টাকা জিতবেন। লেখকটি বললেন, দশটা শব্দের পারবেন না, তিনি ছয়টা শব্দের গল্প বলবেন! লেখকটির গল্পটি ছিল, For Sale: Baby Shoes, Never Worn. লেখকটির নাম ছিল, Ernest Hemingway! আজকে সাহিত্য ক্লাসে এই লেখকের মতই, শুধু কোন বেট না ধরে আমিও লেখেছিলাম কিছু গল্প, ছয় শব্দের। বেশ অনেক এমন ছয় শব্দের অন্য সহপাঠীদের কাছ হতেও তাদের লেখা শুনলাম। এবার তাহলে আমার লেখা গুলো দেই! আশা করছি হতাশ করবনা কাউকেই! Tick, tick; time for last breath! Broken heart. Insomniac night. Attempt suicide? Fell in love; Lost everything once! watched nightmare, now waiting for ghost. Blood, noise and two broken teeth! Look in mirror, don't shout though... Four hands. Together. Two joining soon... Can't sleep? Jump out and shout! Name written. With henna, in hand ! Blood test. Positive! I am dead! We laughed. We loved. He left! ইংরেজিতে লিখেছিলাম, তবে এই শেষ নয়। এমন গল্প লেখার প্রয়াসটা ব্যক্ত করা প্রায় অসম্ভব।

হয়ত এই ছয় শব্দের গল্পের জন্য দীর্ঘ গল্প বুনে ফেলব। তাই বাংলা কিছু লেখাগুলো দিলাম! প্রেমে পড়েছি। বিয়ে করেছি। কয়েদী হয়েছি। ওভাবে তাকিওনা।

লজ্জা নয়, ঘৃনা হয়! বাশ নয়তো, তালগাছ। ভুত নয়তো পেত্নি! একাকিত্ব? আমাকে অবহেলা করেছিলে না? এখন? একটি দল, এগারোজন খেলোয়ার। একটি বিজয়। বাংলাদেশ, ভালবাসি বলতে হয় নাকি মাকে? স্বপ্ন, চরিতার্থ প্রেম পাওয়া! কিন্তু অর্থ? তীরে নাও ভিড়াবে কি, চতুরদিকে ভাঙ্গন। আমি অনেক লিখলাম, তাই এবার আপনাদের পালা।

আপনাদের স্ব-ইচ্ছায় এমন গল্প কমেন্টে লিখতে পারেন। আশা করছি আমিও নিরাশ হব না! আজ তবে বিদায়! ভালো থাকুন!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।