আমার ব্যক্তিগত ব্লগ
শুনেছি, যে সব গার্মেন্টস এর কাপড় (পোষাক, তোয়ালে, সোয়েটার ইত্যাদি) বিদেশে রপ্তানী হয় সেগুলো গুনগত মান একটু এদিক সেদিক হলে পুরো লট বাতিল হয়ে যায়। সুতা, কাপড়, রং, বোতামের রং কোনটাই রিকোয়্যার মেন্টের বাইরে একটু গেলেই সব বাতিল।
এবার সাধারন মানুষের কথায় আসি, গার্মেন্টসের এই বাতিল পোষাকগুলো কম দামে স্থানীয় বাজারে ছাড়া হয়। সেটা সাধারন মানুষের জন্য খুবই আনন্দের কথা। এতো ভাল কোয়ালিটির জিনিস এদেশে সহজে মানুষ পায় না।
এদেশের ব্যবাসায়ীরা (সবাই না) কোন কিছুরই গুনগত মান ধরে রাখতে চায় না। যত খারাপ জিনিস দিয়ে কাজ চলে তারা সেই জিনিস বানায়। কিন্তু বাইরে এসব সয়তানী চলে না, তাই সেখানকার জিনিস ঠিক মতোই তৈরি করে চালান দেয়া হয়।
পোড়া দেশবাসী ঐ জিনিস চোখেও দেখে না।
রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েদের মাঝে মাঝে বেশ ভালো তোয়ালে বিক্রি করতে দেখি।
এগুলো শুধু গা মোছার জন্য নয়, ঘরের জিনিস পত্র মুছতেও বেশ কাজে দেয়। আমি বেশ কয়েকটা কিনে না না কাজে লাগিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।