আমাদের কথা খুঁজে নিন

   

মুখ ও মুখোশ



মুখ লুকিয়ে মুখোশে ঐ দেখনা কে আসে হাদারামের গাধা ছেলে দাত খিচিয়ে ঐ হাসে। মুখোশে মুখ ঢেকে কতজনই মান রাখে, কেইবা আবার মন খুলে ইচ্ছামত যা তা লেখে। কতক জন ছদ্মনামে কথা বেচে কম দামে; ক্ষতি কি অন্যরে মন্দ বললে কে চিনবে এই নামে। নিজের নামে কতক জন- অন্যরে করে আক্রমন? তাই সকল মুখোশ খুলে সকলকে নিজেরে চেনান। মূল কবিতা এখানে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।