আমাদের কথা খুঁজে নিন

   

তৈলবাজদের দুঃসংবাদঃ ভোজ্য তেলের দাম মাত্র ২৫০ টাকা (আর মধ্যবিত্তর তেলবিহীন স্বাস্থ্যকর খাবাররে অভ্যাস)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আহারে তৈলবাজদের দিন শ্যাষ । তেলের দাম বাইড়্যা গেছে । জ্বালানী তেলরে সাথে সাথে ভোজ্যতেলও লাফাইয়া লাফাইয়া দাম বড়ছে ।

এই গত ১৫-২০ দিন আগে যে তেলে লিটার ছিল ১৯৫ টাকা তাই এখন বাজারে ২৫০ । ভাবুন তেলের রমরমা অবস্থা । আহারে আমার আফসোস হচ্ছে তৈলবাজদের জন্য । আমি তেলের দাম বাড়াতে খুব একটা চিহ্নিত নই । মধ্যবিত্তদের খুব একটা সমস্যা নেই ।

অনেকটা ব্যাপারটা এমন যে.... খাবারের যে অবস্থা তাতে যতো কম তেল খাওয়া যায় তত ভালো । বয়স হচ্ছে, ডাক্তারের বারণ... তাই তেল খা্ওয়া বাদ দিতে পারলেই তো ভালো, পুষ্টির স্বাস্থ্যকর খাবার খা্ওয়া যাবে । !!! আপনারা কি বলেন । এভাবে নিজেকে অভয় দেয়া ছাড়া আমাদের আর কি করার আছে । (অনেকটা আঙ্গুর ফল টক আর কি!!) মাছ-মাংষ যখন মানুষের নাগালের বাইরে তখন পুাষইকদরা জানল যে ডাল খাওয়া আর মাংস খাওয়া নাকি একই ।

গরীব জনগন ডাল খাওয়া শুরু করল । বলা হলো গরীবের মাংস নাকি ডাল । সেই ডালের কেজিও ১০০ ছাড়িয়ে গেছে । কি আর করা বেশী মাংস খা্ওয়া ভালো না । শরীররে ফ্যাট জমে ।

হার্ট এ্যাটাকের সম্ভবনা বাড়ে । কিন্তু বাজারের শাকস্বজীর দামও অবিশ্বাস্য রকম বেশী । আসলে একহারী হ্ওয়া উচিত আমাদের । খাওয়ার ব্যাপারে সঙযমী হওয়া উচিত। কি বলেন নইলে যে বেচে থাকার আর কোর রাস্তা নাই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।