আমাদের কথা খুঁজে নিন

   

ই-সংকলনে লেখা প্রকাশের অনুমতি চাইছি মঙ্গলবারের মধ্যে

localtalk [at] gmail [dot] com

মুক্তিযুদ্ধ নিয়ে একটি ই-সংকলন "ফিরে দেখা ৭১"-এ এই পর্যন্ত ১৯ জন লেখক তাদের লেখা প্রকাশের অনুমতি দিয়েছেন। তালিকাভুক্ত আরো ১৪ জন লেখকের অনুমতির অপেক্ষায় আছি আমরা। এর বাইরে আরো কিছু লেখা আমাদের চোখে পড়েছে। অনুমতি নেওয়ার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট লেখকদের অনুমতির জন্য আমরা আগামী ৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবো।

অনুমতি পাওয়া যাক বা না-যাক, এরপরই আমরা ই-সংকলনটি প্রকাশের কাজ শেষ করবো আশা করি। সবমিলিয়ে সময় লাগতে পারে আগামী একটা সপ্তাহ বা তারও কম। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখছি- ই-সংকলনটি ইউনিকোডে করা হচ্ছে না। এটি হবে প্রচলিত বাংলায়- সুতন্বী এমজে ফন্টে। ইলেক্ট্রনিক এই সংকলনটি সম্পূর্ণ অবাণিজ্যিক ও নির্দলীয় একটি উদ্যোগ।

ইমেইলে যোগাযোগ : সংকলন বিষয়ে ব্লগার প্রত্যুৎপন্নমতিত্বের পোস্ট ---------------------------- প্রস্তাবিত পোস্ট (প্রাথমিক) ১৯ জন লেখকের অনুমতি পাওয়া গেছে: ফাহমিদুল হক অনুমতি পাওয়া গেছে বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ (ধারাবাহিক) অমি রহমান পিয়াল অনুমতি পাওয়া গেছে নির্দিষ্ট কোনো লেখার কথা বলা যাচ্ছে না। কারণ প্রায় পুরো ব্লগটাই মুক্তিযুদ্ধভিত্তিক লেখায় ঠাসা । রাগিব হাসান অনুমতি পাওয়া গেছে স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী বাংলার স্বাধীনতা আনলো যাঁরা - বীর প্রতীক মুক্তিযোদ্ধাদের তালিকা বাংলার স্বাধীনতা আনলো যাঁরা - বীর বিক্রম মুক্তিযোদ্ধাদের তালিকা বাংলার স্বাধীনতা আনলো যারা - বীর উত্তম মুক্তিযোদ্ধাদের তালিকা শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা শওকত হোসেন মাসুম অনুমতি পাওয়া গেছে সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই পাক বাহিনী ও রাজাকাররা কিভাবে মানুষ মেরেছে আসুন সেটাই জানি-১ ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ও এর প্রেক্ষাপট পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! পূর্ব পাকিস্তান সরকারের ৭১ এর গোপন দলিল: মন্ত্রী নিজামী, মুজাহিদ মুক্তিযুদ্ধ প্রতিহত করতে ততপর ছিলেন একজন পাকিস্তানির দৃষ্টিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু (দুই পর্ব) এস্কিমো অনুমতি পাওয়া গেছে আমাদের টমি আর শের আলীর গল্প মুকুল অনুমতি পাওয়া গেছে আমার স্মৃতিতে নোয়াখালীর মুক্তিযুদ্ধ (তিন পর্ব) বেগমগঞ্জ কালো পুলের বধ্যভূমি গোপালপুরে গণহত্যা চন্দ্রগঞ্জ ও সোনাইমুড়ির মুক্তিযুদ্ধ - সত্যেন সেন (দুই পর্ব) শ্রীপুরের গণহত্যা প্রজন্ম জানতে চায় (তিন পর্ব) আবুল বাহার অনুমতি পাওয়া গেছে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার মানবতা ও ন্যায় বিচারের নির্দেশ 25 মার্চ 1971 । হৃদয়ে মুক্তিযুদ্ধ ঃ আজ সেই কাল রাত রিয়াজ শাহেদ অনুমতি পাওয়া গেছে একটি নির্বিকার নৃশংসতার গল্প আহমেদ শারফুদ্দীন অনুমতি পাওয়া গেছে বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধ নামহীন মানব অনুমতি পাওয়া গেছে ফিরে দেখুন আমাদের ইতিহাস (সাত পর্ব) কুঙ্গ থাঙ অনুমতি পাওয়া গেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মুক্তিযোদ্ধা শহীদ গিরীন্দ্র সিংহ রাশেদ অনুমতি পাওয়া গেছে মুক্তিযুদ্ধে শহীদের বাস্তব সংখ্যাঃ কিছু পরিসংখ্যান ইরতেজা অনুমতি পাওয়া গেছে সেই সব মা জননীদের আমাদের প্রনাম রাহা অনুমতি পাওয়া গেছে স্বাধীনতা আর স্বাধিকার আন্দোলনে এ বাঙালির শ্লোগান ফরহাদ উিদ্দন স্বপন অনুমতি পাওয়া গেছে বেসামরিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বীকৃতি দিন ফরিদ অনুমতি পাওয়া গেছে নিভৃত সৈনিক (তিন পর্ব) মাহবুব মোর্শেদ অনুমতি পাওয়া গেছে কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে একরামুল হক শামীম অনুমতি পাওয়া গেছে যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( চার পর্ব) শেরিফ আল সায়ার অনুমতি পাওয়া গেছে বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই == ১৩ জন লেখকের অনুমতি এখনো পাওয়া যায়নি : মিরাজুর রহমান সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হাসান মোরশেদ ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! লাইটহাউজ ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? ফারহান দাউদ মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প বীর মুক্তিযোদ্ধার সন্তান ধুসর গোধূলি নিজের দেখা / শোনা মুক্তিযুদ্ধের ঘটনার আর্কাইভের জন্য- ঝড়ো হাওয়া মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি সাজেদ উনিশ শ একাত্তরে দেশের একটি সাধারন ঘটনা, যা আমাদের পরিবারের অসাধারণ রক্তিম এক রাত্রির গল্প নাদান আমার বাবা ও মুক্তিযুদ্ধ মেহরাব শাহরিয়ার ৭১ এর ঘটনা : এক ঝুড়ি কামরাঙা ,আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা জামাল ভাস্কর পশ্চিমা মতপ্রকাশের স্বাধীনতা আর যুদ্ধাপরাধের বিচার বিষয়ক কিছু ভাবনা তীরন্দাজ পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা বিপ্লব রহমান স্বাধীন বাংলার পতাকার প্রথম নকশাবিদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।