আমাদের কথা খুঁজে নিন

   

আতপচালের ভাতের ঘ্রাণের মতোন তোমার চুমোর দাগ__

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আতপচালের ভাতের ঘ্রাণের মতোন তোমার চুমোর দাগ__ শাফিক আফতাব.................. আতপচালের ভাতের ঘ্রাণের মতোন তোমার চুমোর দাগ__ বর্ষার নদীর মতোন আবার তোমার ভালোবাসার অনুরাগ। নতুন শাড়ীর মতোন খরখরে সুবাসে হৃদয়ের আবেদন তোমাকে পেয়ে আজ শেষ বর্ষায় কেনো যেন চনমনে মন।

এসো, প্রাণে মেশো, ঘ্রাণে গগণ মুখরিত করো হে নন্দিনী__ আজ কোনো কাজ নয়__ আজ, এইরাতে, শুধু তুমি আমি উড়ন্ত সিড়িতে পা রেখে চলে যাবো, লাল-নীল শপিং মলে; পানি নেই__নদী নেই__ তবু এসো ভিজিবো রঙিন জলে। থিয়েটারের পর্দার মতোন পড়ে যাক একগুচ্ছ আঁধার__ এইরাত হোক শুধু আজ তোমার আমার, নৈশকলেজের ক্লাসে জীবনের নিবিড় পাঠে হোক শিল্পরচনা ফলে উঠুক পৃথিবীর যত খনিজ সম্পদ__ সোনাদানা । এসো প্রতীতী অতিথি আমার, অবকাশে অবসরে আজ পিছনে পড়ে থাক দেশ, আর দুর্নীতিপ্রবণ মনুষ্যসমাজ। ০৮.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.