আমাদের কথা খুঁজে নিন

   

হাসিটাও আসে ফোনে

জীবনের মোহনায় ডাকি সুন্দর আগামী... fb.me/opupp

ফোনে টের পাই তোমার রক্ত কাঁপে আমাকে ছোঁয়ার ভয়ে- কামনার ভাপে! কতো আর তুমি নিজেকে আড়াল করে রাখবে এ ভাবে-প্রেমও কাঁদে অকাতরে। অরো কী কী কাঁপে-বুকের ভ্রমরবোঁটা জঙ্ঘা এবং জঘনের স্বপ্নটা কাঁপে দুটো চোখ ধ্বস্ত পাকির মতো গোধূলিরা ভাঙা দিগন্তে বিব্রত। আতœা কি কাঁপে, ধস জড়ে গহনতা, তুমি কেন ঝোড়ে বাতাসে কাঁপছো, লতা? ধরো ভালোবাসা, এই স্বেদ, গন্ধকে ধরো রক্তের স্রেতকে-বন্ধকের; আদরের যতো হাওলাতগুলোকেও স্কীকৃতি দিও-প্রকৃতই যেটা দেয়: তোমার দু’হাত ধরার দুপুরটাকে শরমেও যদি রাঙলে, ভরমে তাকে কেন রাখবে না-ভালোবাসা ভাবা পিটা জীবনের চির শীতকালে-নিষ্ঠার! তোমার ঝাপটা, হাসিটাও আসে ফোনে; তোমার দু’চোখ গাঢ় আকাশের কোণে নক্ষত্রের মতো ফুটে থাকে, লতা; একটি উষ্ণ শয্যার মতো পাতা স্পর্শ তোমর-চিরকাল গড়ে বাড়ি; রক্তে তুমি তো হুইসেলে রেলগাড়ি! টের পাই তোমার রক্ত কাঁপে আমাকে ছোঁয়ার ভয়ে- কামনার ভাপে! কতো আর তুমি নিজেকে আড়াল করে রাখবে এ ভাবে-প্রেমও কাঁদে অকাতরে। অরো কী কী কাঁপে-বুকের ভ্রমরবোঁটা জঙ্ঘা এবং জঘনের স্বপ্নটা কাঁপে দুটো চোখ ধ্বস্ত পাকির মতো গোধূলিরা ভাঙা দিগন্তে বিব্রত। আতœা কি কাঁপে, ধস জড়ে গহনতা, তুমি কেন ঝোড়ে বাতাসে কাঁপছো, লতা? ধরো ভালোবাসা, এই স্বেদ, গন্ধকে ধরো রক্তের স্রেতকে-বন্ধকের; আদরের যতো হাওলাতগুলোকেও স্কীকৃতি দিও-প্রকৃতই যেটা দেয়: তোমার দু’হাত ধরার দুপুরটাকে শরমেও যদি রাঙলে, ভরমে তাকে কেন রাখবে না-ভালোবাসা ভাবা পিটা জীবনের চির শীতকালে-নিষ্ঠার! তোমার ঝাপটা, হাসিটাও আসে ফোনে; তোমার দু’চোখ গাঢ় আকাশের কোণে নক্ষত্রের মতো ফুটে থাকে, লতা; একটি উষ্ণ শয্যার মতো পাতা স্পর্শ তোমর-চিরকাল গড়ে বাড়ি; রক্তে তুমি তো হুইসেলে রেলগাড়ি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.