.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।
আমাদের অশেষ সৌভাগ্য যে বৃটিশ মেডিকেল জার্নাল বেশ করে গুনে গুনে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের একটা সংখ্যা প্রকাশ করেছেন । সেই সংখ্যাটা আবার এমনভাবে তৈরী যাতে করে আমাদের দেশের দুপেয়ে প্রানী (যাদেরকে রাজাকার বলা হয় , )তাদের খুব পছন্দ হবে ।
আমি নিশ্চিত যে তারা বিভিন্ন রেফারেন্সে এখন থেকে এই বিষয়টিকে টানবেন ।
বিষয়টি প্রথম দেখতে পাই দৈনিক আমাদের সময় পত্রিকার রিপোর্টে ।
কয়েকটা বিষয় লক্ষ করলাম ।
১.
আমাদের সময় পত্রিকার রিপোর্টের একটা লাইন আমার কাছে খুব মজা লেগেছে । সেখানে জানা যায় যে পূর্ব জরিপ আর বর্তমান জরিপের মাঝে নাকি বেশ পার্থক্য পেয়েছেন আমাদের বৃটিশ মেডিকেল জার্নাল ।
আগের জরিপে উনারা পেয়েছিলেন ৭১ সালে আমাদের শহীদদের সংখ্যা ৫৮ হাজার , আর বর্তমানে পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ।
এই হল আমাদের জরিপকারী জার্নালঅলাদের কারবার !
তারা বোধহয় হাতের আঙুলে গুনছিলেন , গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছিলেন বা এরকম কিছু একটা হবে , নইলে তাদের এক জরিপে ৫৮ হাজার আর আরেক জরিপে তার ৪ গুন বেশী পাওয়ার কথা না ।
একেকবার জরিপে যদি ৪ গুন করে বাড়তে থাকে , তাহলে আরো কয়েক জরিপ পরে তারা সংখ্যাকে আবার না কোটীর ঘরে নিয়ে তুলেন ।
যাদের নিজেদের জরিপের এই অবস্থা , দুইবারে আকাশ পাতাল তফাৎ আসছে , তাদের জরিপের উপর আর কারো আস্থা থাকলেও আমার আস্থা দুর্বল ।
২.
বিষয়টিকে জরিপ আখ্যা দিয়ে একধরনের ধূয়াশা তৈরী করা হচ্ছে আমাদের পত্রিকাগুলোতে । জরিপ আর ধারনা , এই শব্দদুটোর মাঝে পার্থক্য আছে ।
জরিপ মানে হচ্ছে আমি গুনে গুনে বললাম , আর ধারনা মানে হচ্ছে আমি একটা পরিসংখ্যান নিয়ে বললাম ।
প্রচলিত একটা কথা আছে , মিথ্যা তিন প্রকার । মিথ্যা ,ডাহা মিথ্যা আর পরিসংখ্যান ।
বৃটিশ মেডিকেল জার্নালের এটি কোন জরিপ নয় , এটি বিভিন্ন উপাত্তকে বিশ্লেষন করে একধরনের ধারনায় পৌছানো ।
কয়েকটি স্যাম্পল পরিবারের সাথে কথা বলে ( কতোগুলো পরিবারের সাথে কথা বলা হয়েছে সে সংক্রান্ত তথ্য আমার চোখে পড়ে নি ।
) সেটা থেকে হিসেব নিকেশ করে আর যাই করা যাক , ৭১ সালের ভয়াবহতাকে আঁচ করা যাবে না ।
তাছাড়া যুদ্ধের শহীদদের ব্যাপারে তথ্য যাচাই করার জন্য কোন জরিপ হয নি ,জরিপ হয়েছিল ২০০২ সালের দিকে স্বাস্থ্য সংক্রান্ত একটা জরিপ । ( এটা কে করেছে , সেটাও বুঝতে পারিনি )
আরেকটা মজা আছে ।
ধরা যাক , কোন এক জরিপ কর্তৃপক্ষ মগবাজারে প্রথমে গেলেন গোলাম আযমের বাসায় , তারপর তার পাশে গেলেন নিজামীর বাসায় , তারপর তার পাশের আরো দুই একটা ষন্ডা রাজাকারের বাসায় ।
এখন এই পাঁচটি পরিবারের পরিসংখ্যান নিয়ে যদি সিদ্ধান্ত আসে , তাহলে তো বৃটিশ মেডিকেল জার্নাল বলতে বাধ্য হবেন যে - বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধই হয় নি !
৩.
যুদ্ধকালীন পত্রিকার রিপোর্টও দেখলাম গবেষনায় বিবেচিত হয়েছে ।
কে জানে , গবেষকবৃন্দ বোধহয় ৭১ সালে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর ( তখন তো সংগ্রাম হিট পত্রিকা ) নিউজ দেখে দেখেছেন যে এখানে কোন মানুষ মরে নি , শুধু ভারত থেকে আসা বেইমান দুই একটা গুপ্তচর মরেছে ) ।
৪.
বৃটিশ মেডিকেল জার্নাল - প্রথমে এই নাম শুনে ভেবেছিলাম এটা বোধহয় বৃটিশ সরকারের কোন একটা প্রতিষ্ঠান ।
আদতে তা নয় ।
এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান । বিএমজি গ্রুপ নামে এরা বিভিন্ন জার্নাল প্রকাশ করে থাকে এবং আরো এ ধরনের নানা কাজে তারা ব্যস্ত ।
তারা নিজে কোন জরিপ বা গবেষনা কাজ করে না , বিষয়টি বোধহয় পরিষ্কার করা ভালো ।
আমি নিশ্চিত , বৃটিশ মেডিকেল জার্নাল এ প্রকাশিত নিবন্ধটি পড়লে আরো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে , আবার আরো নতুন নতুন প্রশ্নেরও সৃষ্ঠি হবে ।
আমি আপাতত সেই কষ্ট করতে রাজী নই ।
প্রয়োজনে আর ঘাটাঘাটি করা যাবে , কিন্তু এখন পর্যন্ত যা দেখছি ,তাতে করেই এই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা আমার কাছে তলানিতে এসে ঠেকল ।
যাদের আগ্রহ , তারা এই লিংকে পুরোটাই পাবেন ।
আমার দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে অগ্রহনযোগ্য পদ্ধতিতে তৈরী নিবন্ধটি আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।