আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স ৩ এক দিনেই ৬ মিলিয়ন ডাউনলোড

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

ওপেনসোর্স ভিত্তিক ওয়েব ব্রাউজার ফায়ারফক্স-এর পরবর্তী সংস্করণ ফায়ারফক্স ৩ অবমুক্ত করা হয়েছে। বিশ্বখ্যাত মজিলার জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স-এর পরবর্তী সংস্করণ গত ১৭ জুন অবমুক্ত করা হয় বিশ্বব্যাপী। সারা বিশ্বজুড়ে অগণিত ফায়ারফক্স ব্যবহারকারী এই নতুন ফায়ারফক্স ৩ ডাউনলোড করে সম্পূর্ণ বিনামূল্যে। ২০ তারিখ সারাবিশ্বব্যাপী ৬,৭৯২,১৩০ জন ফায়ারফক্স ৩ ডাউনলোড করেছে। ফায়ারফক্স আশা করছে এই প্রথম কোন সফটও্যার উন্মুক্ত হওয়ার সাথে সাথে এত বেশি ডাউনলোড সম্পাদিত হয়েছে এবং গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করতে পারবে।

ফায়ারফক্স ৩ ডাউনলোড করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই অপেক্ষা এর ব্যবহারকারীরা। গত ১৭ জুন এই নতুন সংস্করণ অবমুক্ত হবার কারণে অগণিত ব্যক্তির আগ্রহ পরিলক্ষিত হবার মাধ্যমে নিশ্চিত বিশ্ব রেকর্ড-এর দ্বারপ্রান্তে ফায়ারফক্স ৩ সফটওয়্যার। কেননা, ইতোপূর্বে কোন একক সফটওয়্যার একই দিনে ডাউনলোডের ক্ষেত্রে এতো ব্যক্তির আগ্রহ পরিলক্ষিত হয়নি। এক দশক ধরে মজিলা ফায়ার ফক্স ওয়েব ব্রাউজারটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে চলেছে। নতুন সংস্করণে এক ক্লিকে বুকমার্ক, স্মার্ট লোকেশন বার সহ অসংখ্য নতুন ফিচার যুক্ত হয়েছে।

ব্যবহারকারীর নিরাপত্তা আরো জোরদার করার লক্ষ্যে ইন্সট্যান্ট সাইট আইডি ও মেলওয়্যার প্রোটেকশন ব্যবস্থা রাখা হয়েছে। স্পেল চেকিং, সেশন রিস্টোর এবং ফুলজুম সুবিধার ফলে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে পছন্দের বিভিন্ন বিষয় ফায়ারফক্সে রাখার জন্য ৫০০০ এর বেশি এড-অন রয়েছে। মজিলা ফায়ারফক্স-এর ওয়েব সাইট (Click This Link) এ বিশ্বব্যাপী ফায়ারফক্স বিনামূল্যে ডাউনলোডের সুযোগ প্রদান করায় কয়েক মিলিয়ন ব্যক্তি একই দিনে সফটওয়্যারটি ডাউনলোড করার মাধ্যমে বিশ্বরেকর্ড অর্জনের মাধ্যমে ইতিহাস গড়তে সক্ষম হবে। সুত্রঃThe Daily Ittefaq জাহাঙ্গীর আলম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।